১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইসিতে সাংবাদিক প্রবেশে বিধিনিষেধে বিএফইউজের ক্ষোভ

- ছবি : নয়া দিগন্ত

সাংবিধানিক প্রতিষ্ঠান ‘বাংলাদেশ নির্বাচন কমিশন’ ভবনে সাংবাদিক প্রবেশে বিধিনিষেধ আরোপ করায় উদ্বেগ, ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে।

সোমবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন বলেন, আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিক প্রবেশের নতুন বিধি নিষেধ আরোপ সংক্রান্ত গণমাধ্যমে প্রকাশিত সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদ সূত্রে জানা যায়, সাংবাদিকের সাথে ক্যামেরা নেই কেন? এমন হাস্যকর প্রশ্ন তোলা হয়েছে। এছাড়া নির্বাচন ভবনে প্রবেশের আগেই গেটে নাম, ঠিকানা, সময়, কার কাছে যাবেন, কি কাজ, কতক্ষণ থাকবেন ইত্যাদি লিখে প্রবেশ করতে হবে।

বিবৃতিতে এমন নির্দেশনাকে স্বাধীন সাংবাদিকতার অন্তরায় হিসেবে অভিহিত করে বলেন, তথ্য সংগ্রহ এবং যাচাইয়ের উদ্দেশ্যে একজন সাংবাদিককে প্রকাশ্য এবং গোপনীয় নানা জনের সাথে কথা বলতে হয়। কিন্তু কার কাছে কি কাজে যাবেন সেটি ব্যাখ্যা দিয়ে কখনো সুষ্ঠু সাংবাদিকতা সম্ভব নয়।

বিবৃতিতে অনতিবিলম্বে হঠকারী এ সিদ্ধান্ত বাতিল করে স্বাধীন সাংবাদিকতার সুস্থ পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।


আরো সংবাদ



premium cement