১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

অ্যাডভোকেট মো: নজরুল ইসলাম স্মরণে নাগরিক শোকসভা

অ্যাডভোকেট মো: নজরুল ইসলাম স্মরণে নাগরিক শোকসভা - ছবি : সংগৃহীত

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, ইসলামী চিন্তাবিদ অ্যাডভোকেট মো: নজরুল ইসলাম স্মরণে নাগরিক ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুরুল হক চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ।

নাগরিক ফোরামের সভাপতি আব্দুল্লাহিল মাসুদের সভাপতিত্বে ও নাগরিক ফোরামের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট পারভেজ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত “অ্যাডভোকেট মো: নজরুল ইসলাম স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক নয়া দিগন্তের সম্পাদক ও দেশের প্রবীণ বরেণ্য সাংবাদিক আলমগীর মহিউদ্দিন, বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং দেশের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেন, তৈমুর আলম খন্দকার, ড. আব্দুল মা'বুদ, জসিম উদ্দিন সরকার, রুহুল কুদ্দুস কাজল, ড. এ টি এম ফজলুল হক, ড. শামসুল আলম, ড. যুবায়ের মো: এহসানুল হক, ওবায়দুর রহমান খান নদভী, এম ইউসুফ আলী, জালাল উদ্দিন, সাইফুর রহমান, আব্দুল বাতেন, ব্যারিস্টার বেলায়েত হোসেন, ড. আব্দুল্লাহ নোমান, ড. তারেক আযম, নেছার আহমেদ নান্নু, মো: নুরুজ্জামান, মো: সবুজ, মরহুম অ্যাডভোকেট মো: নজরুল ইসলামের পরিবারের সদস্যবৃন্দ ছাড়াও প্রমুখ নাগরিকবৃন্দ।

সভায় প্রধান অতিথি বিচারপতি আব্দুর রউফ বলেন, ইসলামী আদর্শবাদী আইনজীবী হিসেবে অ্যাডভোকেট মো: নজরুল ইসলামের সুপরিচিতি ছিলেন। তার জীবন ও কর্মের বিভিন্ন দিকের প্রতি আমাদের আলোকপাত করা উচিত। তার মতো আদর্শবান মানুষ বর্তমানে বিরল বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় বক্তারা মরহুম অ্যাডভোকেট মো: নজরুল ইসলামের রূহের মাগফেরাত কামনা করে বলেন, মরহুম অ্যাডভোকেট মো: নজরুল ইসলাম ছিলেন একজন সত্যিকারের ইসলামী চিন্তাবিদ, আইন বিশারদ। ব্যক্তিজীবনে তিনি ছিলেন পরিপূর্ণ দ্বীনদার আল্লাহভীরু মুসলিম। কোনো প্রকার অন্যায়ের সাথে তিনি কখনো আপস করেননি। নিজের মেধা যোগ্যতা ও নৈতিকতা দিয়ে তিনি সবার মন জয় করতে সক্ষম হয়ে ছিলেন। -বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement