১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ন ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

১৫ জুলাইয়ের মধ্যে বেতন ও উৎসব ভাতা পরিশোধ করুন : ডিইউজে

- ছবি : নয়া দিগন্ত

আগামী ১৫ জুলাইয়ের মধ্যে সাংবাদিক ও সংবাদকর্মীদের বেতনসহ বকেয়া ও উৎসব ভাতা পরিশোধের দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

সংগঠনের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু রোববার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, অনেক সংবাদমাধ্যম করোনা দুর্যোগের অজুহাতে মাসের পর মাস বেতন-ভাতা বকেয়া রেখেছে। এবার আবার নতুন করে কোনো কোনো প্রতিষ্ঠানে উৎসব ভাতা পরিশোধে টালবাহানা করছে। এতে দুর্বিষহ হয়ে উঠেছে সামান্য বেতনে চাকরি করা অনেক সাংবাদিকের জীবন।

বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের বেতন-ভাতা পরিশোধের অঙ্গীকার সাপেক্ষে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বকেয়া থাকা বিভিন্ন সংবাদপত্রের বিল পরিশোধের তাগিদ দিচ্ছে ডিইউজে। করোনা সংক্রমণের বিরাজমান পরিবেশের মধ্যেও ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে সাংবাদিকদের। এ সময় জীবনযাত্রার ব্যয়ও বেড়েছে। কিন্তু বেতন-ভাতা আটকে রেখে অনেক গণমাধ্যম প্রতিষ্ঠান অমানবিক আচরণ করছে।

ডিইউজের নেতারা আগামী ১৫ জুলাইয়ের মধ্যে সাংবাদিক ও সংবাদকর্মীদের বকেয়া বেতন ও উৎসব ভাতা পরিশোধের দাবি জানিয়ে বলেন, অন্যথায় ব্যর্থ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হবে সাংবাদিক সমাজ।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement