জাতীয় প্রেসক্লাবের নির্বাচন চলছে
- নয়া দিগন্ত অনলাইন
- ৩১ ডিসেম্বর ২০২০, ১০:০১, আপডেট: ৩১ ডিসেম্বর ২০২০, ১০:০২
জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।
এবার নির্বাচনে সবুজ-ইলিয়াস পরিষদ ও ফরিদা ইয়াসমিন-ওমর ফারুক পরিষদ নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এ দুটি প্যানেলের ৩৪ জন ১৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া কয়েকটি পদে প্যানেলের বাইরে আরও সাতজন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।
নির্বাচনে সভাপতি পদপ্রার্থীরা হচ্ছেন কামাল উদ্দিন সবুজ ও ফরিদা ইয়াসমিন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ইলিয়াস খান ও ওমর ফারুক। সিনিয়র সহসভাপতি পদে আজিজুল ইসলাম ভূঁইয়া, হাসান হাফিজ ও রাশেদ চৌধুরী। সহসভাপতি পদে খন্দকার হাসনাত করিম ও রেজোয়ানুল হক রাজা।
যুগ্ম সম্পাদকের দুটি পদের প্রার্থীরা হচ্ছেন মাঈনুল আলম, আশরাফ আলী, সৈয়দ আলী আসফার, নাজমুল আহসান ও কল্যাণ সাহা। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন শাহেদ চৌধুরী ও সালাহউদ্দীন আহমাদ বাবলু। এ ছাড়া ১০টি সদস্য পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা-ই-জামিল, জাফর ইকবাল, মোস্তাফিজুর রহমান, এসএম শওকাত হোসেন, গৌতম অরিন্দম বড়ূয়া (শেলু বড়ূয়া), শামীমা চৌধুরী ও মনিরুজ্জামানের সমন্বেয়ে কমিটি নির্বাচন পরিচালনা করবেন। এবারের নির্বাচনে মোট ভোটার ১ হাজার ১৫১ জন।