১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ন ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রিহ্যাব থেকে ৩টি হাউজিং কোম্পানি বহিষ্কার

-

সংগঠনের গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপে যুক্ত থাকায় তিনটি ডেভেলপার কোম্পানিকে (হাউজিং কোম্পানি) রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) থেকে বহিষ্কার করা হয়েছে। তবে কেন বহিষ্কার করা হয়েছে সে বিষয়ে রিহ্যাব কোনো ব্যাখ্যা দেয়নি। তবে প্রাথমিকভাবে জানা গেছে, এই তিন কোম্পানিকে রিহ্যাবের শৃঙ্খলা ভঙের দায়ে বহিষ্কার করা হয়েছে।

আবার একই সাথে রিহ্যাবের মূল কমিটিতে কিছুটা পরিবর্তনও হয়েছে। দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসা রিহ্যাবের প্রথম সহ-সভাপতি লিয়াকত আলী ভূইয়া স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে রিহ্যাব জানিয়েছে। তার পদত্যাগের সাথে বহিষ্কৃত তিন কোম্পানির কোনো সংশ্লিষ্টতা আছে কি না তা রিহ্যাবের নেতৃবৃন্দ বলতে রাজি হননি। তবে কেউ কেউ লিয়াকত আলী ভূইয়ার বহিষ্কারের সাথে এর সংশ্লিষ্টতা আছে বলে জানিয়েছেন।

লিয়াকত আলী ভূইয়া ব্রিক ওয়ার্কস ডেভেলপমেন্ট কোম্পানির প্রতিনিধি (রিহ্যাব সদস্য নং ৫৭৯/২০০৯) হিসেবে রিহ্যাবের সদস্য ছিলেন।

বহিষ্কৃত কোম্পানিগুলো হলো, এমবিকে বিল্ডার্স লিমিটেড (রিহ্যাব সদস্য নং- ৫২৪/২০০৮), এ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো: সাইদুল ইসলাম বাদল; এসএসআরএম ডেভেলপার্স লিমিটেড (রিহ্যাব সদস্য নং ৭১৮/২০০৯), এ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক কমান্ডার (অব) মো: মোস্তফা শহীদ, পিএসসি, বিএন এবং দিপ্তি আবাসন লিমিটেড (রিহ্যাব সদস্য নং ১৩৮৮/২০১৪), কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শামীম ।

রিহ্যাব থেকে মঙ্গলবার জানানো হয়েছে, বহিষ্কৃত ডেভেলপার কোম্পানিগুলো রিহ্যাব সদস্যপদ সম্বলিত সিল, বিলবোর্ড ও বিজ্ঞাপন প্রচার-প্রদর্শনসহ রিহ্যাব সদস্য পরিচয়ে কোথাও কোনো সুযোগ-সুবিধা গ্রহণ কিংবা রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনা করতে পারবেন না।
গত ১০ আগস্ট অনুষ্ঠিত রিহ্যাব পরিচালনা পর্ষদের ১৪তম সভায় এই তিনটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানকে রিহ্যাব থেকে বহিষ্কার করা হয়।
সভায় রিহ্যাব পরিচালনা পর্ষদের সহ-সভাপতি (প্রথম) লিয়াকত আলী ভূইয়া স্বেচ্ছায় পদত্যাগ করেন।


আরো সংবাদ



premium cement
স্বর্ণ চোরাচালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার অঙ্গীকার এনবিআর চেয়ারম্যানের জানুয়ারিতেই প্রাথমিকের সব শিক্ষার্থীরা বই পাবে : উপদেষ্টা বিধান ‘ভারতের সাথে সম্পর্ক হবে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের, প্রভুর সাথে গোলামের নয়’ সরাইলে ট্রাকচাপায় সিএনজির যাত্রী নিহত অর্থনীতিতে ৩ ধরনের ঝুঁকিতে বাংলাদেশ : সিপিডি অন্ধকারে নিমজ্জিত ইসরাইলের হাইফা নগরী তারুণ্যই বদলাবে বাংলাদেশ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস শৈলকুপায় আধিপত্য নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫ ‘টাকা ছাড়া তো কেউ আপনার সাথে কথাই বলবে না এখানে’ বৈরুতের হারেত হরিক এলাকা খালি করার নির্দেশ ইসরাইলি বাহিনীর

সকল