১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ন ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রোগীর স্বজন নামক সন্ত্রাসীদের হাতে ডা. রকিব খানের মৃত্যুতে এনডিএফ’র প্রতিবাদ

-

স্বাস্থ্য অধিদফতরের সাবেক সহকারি পরিচালক ও বাগেরহাট ম্যাটসের সাবেক অধ্যক্ষ ডা. আব্দুর রকিব খানকে। এতে তার মস্তিস্কে রক্তক্ষরণ হওয়ায় আইসিইউতে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডা. আব্দুর রাকিব খানের মর্মান্তিক মৃত্যুতে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মো: নজরুল ইসলাম ও সেক্রেটারি ডা. এ কে এম ওয়ালী উল্লাহ গভীর শোক প্রকাশ করেন এবং এই নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বৃহস্পতিবার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, করোনা মহামারীর এই দুর্যোগে এদেশের চিকিৎসকেরা জীবনবাজী রেখে নিরলসভাবে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা প্রদান করে যাচ্ছেন। রোগীর সেবা নিশ্চিত করতে গিয়ে ইতোমধ্যে ৪০ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন এবং সারাদেশে সহ¯্রাধিক চিকিৎসক আক্রান্ত হয়েছেন। যাদের সেবা প্রদানে চিকিৎসকদের জীবন দিতে হয়েছে এবং অসংখ্য আক্রান্ত হয়েছেন তাদের কাছ থেকে এমন হত্যাকান্ডের শিকার হওয়া কোনোভাবেই কাম্য নয়। নেতৃদ্বয় বলেন, রোগীর স্বজনরূপী সন্ত্রাসীদের এহেন আচরণে চিকিৎসকেরা হতাশ হয়ে যাচ্ছেন এবং এতে করে তারা সেবা প্রদানে আগ্রহ হারাতে পারেন।

ইতোপূর্বে এ ধরনের ঘটনায় চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে এনডিএফ একাধিকবার সরকার ও মন্ত্রণালয়ের প্রতি জোর দাবি জানিয়েছে। কিন্তু কর্মস্থলে চিকিৎসক নিরাপত্তা ইস্যুতে কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ লক্ষ্য করা যায়নি এবং আজ পর্যন্ত চিকিৎসক সুরক্ষা আইন যথাযথভাবে বাস্তবায়ন হয়নি। যার ফলে ষাটোর্ধ সাবেক সরকারি কর্মকর্তা ডা. আব্দুর রকিব খানকে এই করুণ পরিণতি বরণ করতে হলো।
অধ্যাপক মো: নজরুল ইসলাম ও ডা. একেএম ওয়ালী উল্লাহ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান। নেতৃদ্বয় সারাদেশে লক্ষাধিক চিকিৎসকের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।


আরো সংবাদ



premium cement
১০০ দিনে ৮৬২৭৭ জনের কর্মসংস্থান করেছে অন্তর্বর্তী সরকার ইসরাইলের প্রতি বার্লিনের সমর্থনের বিরুদ্ধে জার্মান বুদ্ধিজীবীরা : ৫০০ বিশ্ববিদ্যালয়ের খোলা চিঠি ‘জাতীয় ঐক্যের ভিত্তিতে ৫ আগস্টের গণঅভ্যুত্থান সফল করতে এগিয়ে আসতে হবে’ গাজার সড়কগুলোতে ৩ লাখ টন বর্জ্য নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু নৌবাহিনীর জাহাজ ২১ নভেম্বর সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে দেশ টিভির এমডি আরিফ ২ দিনের রিমান্ডে যুদ্ধবিরোধী বিক্ষোভ আয়োজন করতে যাচ্ছে রাশিয়ার নির্বাসিত বিরোধী দল গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী ও পোশাককর্মী নিহত জীবননগরে বন্ধুর বউকে নিয়ে উধাও বিধ্বস্ত বাইত লাহিয়া, উদ্ধার করা যাচ্ছে না আহতদের

সকল