ফ্যাসিবাদ সরকারের পতন হলে দেশে সুস্থ গণতন্ত্র ফিরে আসবে : শারজাহ বিএনপি
- আরব আমিরাত সংবাদদাতা
- ০৯ অক্টোবর ২০১৯, ১৭:৩০
বাংলাদেশের রাজনৈতিক আকাশ আজ মেঘাচ্ছন্ন। আওয়ামী লীগের দুর্নীতি, যুবলীগের ক্যাসিনো ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে দেশের মানুষ অতিষ্ঠ।
এই অবস্থার পরিবর্তনে সাধারণ মানুষ অবৈধ সরকারের পতন দেখতে চায়। ফ্যাসিবাদী এই সরকারের পতন হলে দেশে সুস্থ গণতন্ত্র ফিরে আসবে, শারজাহ বিএনপির পরিচিতি সভায় বক্তারা একথা বলেন।
স্থানীয় হুদায়বিয়াহ হলরুমে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম প্রদেশ শারজাহ বিএনপির অনুমোদন কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের নব-নির্বাচিত সভাপতি প্রকৌশলী করিমুল হকের সভাপতিত্বে ও সাধারন সস্পাদক মোহাম্মদ আজিজুল ইসলাম কিরনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন আমিরাত বিএনপির সাংগঠনিক সস্পাদক প্রকৌশলী জাহাঙ্গীর আলম রুপু।
এসময় উপস্থিত ছিলেন শারজাহ বিএনপির উপদেষ্টা সেলিম উদ্দিন খান, কেন্দ্রীয় মহিলা বিষয়ক সস্পাদিকা সামছুন নাহার সপ্না, বেলাল উদ্দিন, মোহাম্মদ জামাল , হানিফ খোকন, মোহাম্মদ সারোয়ার, মোহাম্মদ কাউছার ,আনোয়ার হোসেন, আনোয়ার চৌধুরী, মানিকুর রহমান, হারুন অর রশিদ, মোঃ মোরশেদ, আনোয়ার হোসেন, সহিদুল ইসলাম, মোশাররফ হোসেন, আতিকুর রহমান আতিক, মোঃ রফিক, জাহাঙ্গীর আলম, মোঃ ইমন, মোঃ সোয়েব, মোঃ আনিস, মোঃ সফিকুল ইসলাম, মোঃ মাজেদ, মাওলানা হামিদুল হক, মোঃ হোসেন, মোঃ ইরান, আনারস রফিক, মাওলানা মাহমুদুল হক, আহমেদ হোসেন, মোঃ হাছান সহ শারজা নবনির্বাচিত সকল নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতে বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী জাহাঙ্গীর আলম রুপু শারাজাহ বিএনপির নব-নির্বাচিত সভাপতি প্রকৌশলী করিমুল হক ও সাধারন সস্পাদক মোহাম্মদ আজিজুল ইসলাম কিরনের হাতে কমিটি হস্তান্তর করেন।
সভায় নেতৃবৃন্দ বিএনপির চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্তে মুক্তির দাবী জানান এবং রোগ মুক্তি কামনা করে মোনাজাত করেন।