১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ন ১৪৩০, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঢাকা বার নির্বাচন : ২ দিনব্যাপী ভোটগ্রহণ শুরু

-

এশিয়ার বৃহত্তম বার খ্যাত ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০১৯-২০২০ মেয়াদের নির্বাচনের টানা দুই দিনব্যাপী ভোটগ্রহণ আজ বুধবার সকাল ৯টায় শুরু হয়েছে।

আজ বুধবার ও কাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে এ ভোটগ্রহণ চলবে।

এবারে ভোটাধিকার প্রয়োগ করবেন ১৭ হাজার ৮৯৭ জন আইনজীবী। এ নির্বাচনে প্রধান কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা বারের সাবেক সভাপতি মোখলেছুর রহমান বাদল।

দুইদিন ভোটগ্রহণ শেষে গণনা ও ফল ঘোষণা করা হবে। বিগত বছরগুলোর নির্বাচনে দেখা গেছে এখানে প্যানেলভিত্তিক নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। একটি সাদা প্যানেল অপরটি নীল প্যানেল। আওয়ামী লীগ নেতৃত্বাধীন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ও সমমনাদের সমর্থনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিতদের হচ্ছে সাদা প্যানেল। অপরদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও সমমনাদের সমর্থনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যের নীল প্যানেল।

এবার মোট মোট ২৭ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৫৪ জন প্রার্থী। সাদা প্যানেলে নেতৃত্বে রয়েছেন সভাপতি পদে গাজী মো: শাহ আলম এবং সম্পাদক পদে মো: আসাদুজ্জামান খান (রচি)।

নীল প্যানেলে সভাপতি পদে মো: ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো: হোসেন আলী খান হাসান প্রতিদ্বন্দ্বিতা করছেন।


আরো সংবাদ



premium cement