উপজেলা পরিষদ সংরক্ষিত মহিলা সদস্যদের ৬ দফা দাবীতে মানববন্ধন ও আলোচনা সভা
- প্রেস রিলিজ
- ০৮ অক্টোবর ২০১৮, ১৯:৩৪
বাংলাদেশ উপজেলা পরিষদ সংরক্ষিত মহিলা সদস্যরা ৬ দফা দাবীতে মানবন্ধন ও আলোচনা সভা করেছে উপজেলা পরিষদ সংরক্ষিত মহিলা সদস্যরা। সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা পরিষদ সংরক্ষিত মহিলা সদস্য ফোরাম কেন্দ্রীয় সংসদ এর সভাপতি মঞ্জুরী আক্তার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহেদা আকতার মনি, সহ-সভাপতি খালেদা পারভীন, যুগ্ম সাধারণ সম্পাদক মিনোয়ারা বেগম, ঢাকা বিভাগীয় সদস্য সচিব হারুশিপরা মোহন্ত, রাজশাহী বিভাগের কোহিনূর হোসেন, খুলনা বিভাগের রওশন আরা রিনি, মাদারীপুর জেলা সভাপতি উর্মি বেগম, বরিশাল বিভাগের শিউলী বেগম, রংপুর বিভাগের নূরায়না আকতার নূরী,ময়মনসিংহ বিভাগের শিউলী চৌধুরী, সিলেট বিভাগের মঙ্গল রাণী সূত্রধর ও চট্টগ্রাম বিভাগের শাকিলা আক্তার প্রমূখ।
আলোচনা সভায় ৬ দফাদাবী গুলো হলো : ১. নির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্যগণের মেয়াদ ৫ বছর নির্ধারণ করা। ২. নিজ নির্বাচনী এলাকার প্রকল্প প্রদান এবং উন্নয়ন কাজ তদারকি ও বাস্তবায়ন করার দায়িত্ব প্রদান করা। ৩. উপজেলা পরিষদ এর কার্যালয়ে সংরক্ষিত মহিলা সদস্যদের বসার নির্ধারিত কক্ষ রাখা। ৪. উপজেলা পরিষদ এর সংরক্ষিত মহিলা সদস্য পদ-মর্যাদা অনুযায়ী সম্মানি ভাতা প্রদান করা। ৫. উপজেলা পরিষদের স্ট্যান্ডিং কমিটিতে সদস্য রাখা। ৬. নির্বাচনকালীন আয়কর TIN সার্টিফিকেট জমাদান বাতিল করা।
আলোচনা সভায় শেষে প্রেসক্লাবের সামনে ৬ দফা দাবীতে মানববন্ধন করেন উপজেলা পরিষদ এর সংরক্ষিত মহিলা সদস্যরা। আগামী ১৪ অক্টোবর বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলা প্রশাসকের মাধ্যমে একযোগে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করার কর্মসূচি প্রদান করেন।