২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ শাবান ১৪৪৬
`

৩ শিক্ষকের সাথে সম্পর্ক না রাখার সিদ্ধান্ত ঢাবি সাদা দলের

৩ শিক্ষকের সাথে সম্পর্ক না রাখার সিদ্ধান্ত ঢাবি সাদা দলের - ছবি : নয়া দিগন্ত

জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের সাধারণ সভায় তিন শিক্ষক- পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো: আমিনুল ইসলাম, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ-উল-ইসলাম এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আল মোজাদ্দেদী আলফেছানীর সাথে কোনো ধরনের সম্পর্ক না রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের শিক্ষক লাউঞ্জে বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম, অধ্যাপক ড. আবুল কালাম সরকার, অধ্যাপক আখতার হোসেন খান, অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক মহিউদ্দিনসহ দেড় শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

ঢাবি সাদা দলের সভায় বিভিন্ন বিষয়ে আলোচনার ক্রমধারায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সাদা দল’ নামে একটিই সংগঠন আছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করে একই নামে সংগঠনের যে তিনজন নিজেদের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচিয় দিচ্ছেন, তাদের সাথে সাদা দলের কোনো ধরনের সম্পর্ক থাকবে না। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গকারী এবং কমিটি নির্বাচনের সময় সাদা দলের শিক্ষকদের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে নিজেরাই নিজেদের নেতা হিসেবে ঘোষণা দেয়ায় সভা তাদের নিন্দা জানায়।

সভায় সিদ্ধান্ত হয়, এখন থেকে এই তিনজন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের হিসেবে পরিচয় দিতে পারবেন না। তাদের সাথে ঢাবি সাদা দলের হয়ে কোনো ধরনের সম্পর্ক না রাখার জন্য সভায় সকলকে পরামর্শ প্রদান করা হয়। দলের এ সিদ্ধান্তের উপেক্ষা করে তাদের সাথে কেউ যুক্ত হলে তাদের ব্যাপারেও পরবর্তীতে দলীয় সিদ্ধান্ত নেয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে যেতে হবে : শিক্ষা উপদেষ্টা সেনা হত্যার বিচার না হলে জাতি দায়মুক্ত হবে না : সেলিম উদ্দিন রাজশাহীগামী চলন্ত বাসে ধর্ষণের ঘটনাটি সঠিক নয় : স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘বেগম খালেদা জিয়া মেডিক্যাল কলেজকে স্বনামে ফেরত দিতে হবে’ পিলখানা হত্যাকাণ্ডের সাথে বিদেশী শক্তি অবশ্যই জড়িত : মেজর হাফিজ ইরাকের আদমশুমারির ফল ঘোষণা, জনসংখ্যা ৪ কোটি ৬১ লাখ আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক আবরার হত্যার আসামিসহ ৫৩ ফাঁসির আসামির খোঁজ নেই বগুড়ায় বিএনপি নেতা হত্যাচেষ্টার অভিযোগে আ’লীগ নেতাসহ ১৮৪ জনের নামে মামলা মৃত ব্যক্তির এনআইডি সংশোধনের ক্ষমতা পেলেন ডিজি মালদ্বীপের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ড. ইউনূস

সকল