০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

সুরভি'র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

-

সমাজের অবহেলিত এবং সুবিধাবঞ্চিত শিশু কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রতিষ্ঠান 'সুরভী'র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ১৯৭৯ সালের ১ ফেব্রুয়ারি সৈয়দা ইকবাল মান্দ বানু সুরভি প্রতিষ্ঠা করেন। এই সামাজিক সংস্থাটি গত ৪৬ বছরে প্রায় ২৮ লাখ শিশুকে দিয়েছে সাক্ষরতার জ্ঞান।

শনিবার (১লা ফেব্রুয়ারি) সকালে ধানমন্ডিতে সংস্থাটি কার্যালয়ে কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শুরু হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে স্কাইপিতে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সৈয়দা ইকবাল মান্দ বানুর ছোট মেয়ে ডা. জুবাইদা খান রহমানের স্বামী তারেক রহমান। এ সময় তিনি সুরভির শিক্ষার্থী, অভিভাবক এবং সুরভির পরিচালকদের শুভেচ্ছা জানান।

১৯৭৯ সালে ১ ফেব্রুয়ারি সংস্থাটি প্রতিষ্ঠা করেন সৈয়দা ইকবাল বানু। যিনি বাংলাদেশের একজন প্রখ্যাত সমাজ সংস্কারক। সৈয়দা ইকবাল বানু ১৯৪১ সালে এক সম্ভান্ত্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন একজন বিশিষ্ট ব্যবসায়ী। শৈশবকাল থেকেই নিপীড়িত, অসহায় মানুষের সেবা করে চলেছেন। বাংলাদেশের আনাচে কানাচে ৬৮ হাজার গ্রামের গ্রামান্তরে, শহরের বহু হাসপাতালে, পথে প্রান্তরে ছড়িয়ে আছে তার সাহায্যের ছোয়া। শিক্ষা জীবনে সৈয়দা ইকবাল মান্দ বানু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি এবং চারুকলা থেক্র ফাইন আর্ট এ ডিগ্রি লাভ করেন। তার মরহুম স্বামী সাবেক নৌবাহিনী প্রধান ও সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী।

ব্যক্তি জীবনে সৈয়দা ইকবাল মান্দ বানু একজন চিত্রকর, লেখক৷ পিয়ান বাদক। তার লেখা বইয়ের মধ্যে 'ঝড়াপাতা, মনে পড়ে' উল্লেখযোগ্য।  জনকল্যাণমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরূপ ১৯৯৫ সালে দেশের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদক পেয়েছেন। তাছাড়াও কাজী মাহাবুব উল্লাহ ট্রাস্ট স্বর্ণপদক, নিপা শিশ ফাউন্ডেশন স্বর্ণপদক, অতীশ দীপংকর পদক, চন্দ্রাবতী পদক, কমলকুড়ী পদক, সন্ধানী পদক, আঞ্জুমান মুফিদুল ইসলাম পদক, আজিজুর রহমান পাটোয়ারী পদকসহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন তিনি। তার দুই কন্যা সন্তান বড় মেয়ে শাহিনা খান জামান এবং ছোট মেয়ে ডা. জুবাইদা রহমান। দুই মেয়েই সুরভির সাথে যুক্ত আছেন এবং মায়ের কাজে অনুপ্রাণিত।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দেন নির্বাহী পরিচালক মো: আবু তাহেরসহ বিভিন্ন সুধিজন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
৮ মেগা প্রকল্পের ৭৫২ কোটি ডলার লোপাট! সাঈদীকে দুনিয়া থেকে সরিয়ে দিতে নির্দেশনা দিয়েছিল ভারতের ‘র’! একুশের চেতনাই জুলাই বিপ্লবে জাতিকে ঐক্যবদ্ধ করেছে রাজউকের নিম্নবিত্ত আবাসনের ১০১১ একর ভূমির বেশির ভাগই বেদখলে স্বৈরাচারের মাথা পালালেও কিছু অবশিষ্ট রয়ে গেছে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিটকে নিষ্ক্রীয় করার চেষ্টা চাঁদাবাজি টেন্ডারবাজি দখলদারিত্বে জামায়াত কোথাও জড়িত নয় যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধে বেশি ভুগবে ইউক্রেন ও ইসরাইল বাংলাদেশ কুড়িতম লিবিয়া উপকূলে ভেসে আসছে লাশ, ২০ বাংলাদেশী নিহত লাল ফিতার দৌরাত্ম্য কমাতে সংস্কারের পরামর্শ টাস্কফোর্সের ভাষা আন্দোলনের ঘোষণাপত্র প্রকাশ

সকল