এনআইডি সেবা হাতে রাখতে প্রধান উপদেষ্টা ও তিন মন্ত্রণালয়কে ইসির চিঠি
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ জানুয়ারি ২০২৫, ২৩:০৬
জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সেবা নিজেদের কাছে রাখতে বিদ্যমান জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল করে আগের অবস্থায় ফিরিয়ে নিতে প্রধান উপদেষ্টা, মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
বুধবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার হোসেন এই চিঠি পাঠিয়েছে সরকারের সংশ্লিষ্ট ওই দপ্তরগুলোতে।
এতে বলা হয়েছে, সংবিধান অনুযায়ী ভোটার তালিকা প্রস্তুতের কাজ নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত। কিন্তু ২০২১ সালে এনআইডি কার্যক্রম ইসির পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে বিগত আওয়ামী লীগ সরকার।
কিন্তু নির্বাচন কমিশনের আপত্তি ছাড়াই ইসির হাত থেকে এনআইডি নিতে ২০২৩ সালে জাতীয় পরিচয় নিবন্ধন আইন সংশোধন করে বিগত সরকার। পরে এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের হাতে ন্যস্ত করা হয়।
চিঠিতে বলা হয়, তখন নির্বাচন কমিশন এ নিয়ে অনুরোধ জানালেও তা আমলে নেয়নি বিগত সরকার।
এ অবস্থায় সংশোধিত জাতীয় পরিচয় নিবন্ধন আইন বাতিল করে ২০১০ সালের আইন পুনর্বহাল করে এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে ইসিতে পুনরায় ন্যস্ত করার আবেদন জানানো হয় নির্বাচন কমিশনের ওই চিঠিতে।
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা