১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১, ১৩ রজব ১৪৪৬
`

বর্ষসেরা ফটোগ্রাফার পুরস্কার পেয়েছেন সাংবাদিক মুগনিউর রহমান মনি

অতিথিদের সাথে সম্মাননা হাতে মুগনিউর রহমান মনি। - ছবি : নয়া দিগন্ত।

পরিবেশকর্মী ও সাংবাদিক মুগনিউর রহমান মনি পরিবেশ বিষয়ক ২০২৪ সালের বর্ষসেরা ফটোগ্রাফার হিসাবে পুরস্কার পেয়েছেন। সেই সাথে বর্তমান সংকটময় বৈশ্বিক পরিস্থিতিতে বিশেষ করে বাংলাদেশে প্রকৃতি মাতার সবচেয়ে অবিশ্বাস্য এবং হুমকির সম্মুখীন স্থান এবং প্রজাতি রক্ষায় উদার অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) ঢাকার ধানমন্ডিতে নেচার স্টাডি সোসাইটি অফ বাংলাদেশ (এনএসএসবি) এর উদ্যোগে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া মুগনিউর রহমান মনি’র হাতে পুরস্কারের সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের ফাউন্ডার ডিরেক্টর ক্যাপ্টেন কাওছার মোস্তফা, সেক্রেটারি জেনারেল সোহান সাইয়্যিদ, ডোনার মেম্বার সালমান বিন সুলতান, লাইফ মেম্বার ডা. মো. নিহাল রহমান, সাংবাদিক ও ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার কে. এম. এ. হাসনাত, তিমু হোসেন প্রমুখ।

মুগনিউর রহমান মনি শেরপুর বার্ড ক্লাব, সেভ হিউম্যানিটি, ইন্টারাপ্টেড নেচার্ অ্যান্ড এন্ভাইরনমেন্ট (শাইন্) সহ বিভিন্ন প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে পরিবেশ এবং প্রকৃতি সুরক্ষায় আড়াই যুগেরও বেশি সময় ধরে কাজ করে চলেছেন। নেচার এবং ওয়াইল্ড লাইফের প্রেমে পড়ে এসবের ছবি তুলছেন ১৯৮৮ সাল থেকে। এর উপর পাঠ নিচ্ছেন প্রতিনিয়ত।

তিনি দেশি বিদেশি বিভিন্ন সংস্থা ও সংগঠনের সাথে জড়িত থেকে বন্যপ্রাণী, পাখি, প্রকৃতি এবং পরিবেশ রক্ষা, উন্নয়ন ও গবেষণা কাজ করে চলেছেন। মনি শেরপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ—সভাপতি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন শেরপুর জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসাবে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত থেকে বিভিন্ন সমাজ—সেবামূলক কাজ করে যাচ্ছেন।

মুগনিউর রহমান মনি বলেন, সম্মাননা বা পুরস্কার প্রাপ্তি সবার জন্যই আনন্দের। এ প্রাপ্তিতে বন্যপ্রাণী, পাখি, প্রকৃতি ও পরিবেশ সুরক্ষার কাজে আমার দায়িত্ব আরও বেড়ে গেলো। সবার সহযোগিতায় সাধ্যমতো এর ধারাবাহিকতা রক্ষার কাজটি করে যেতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।

নেচার স্টাডি সোসাইটি অব বাংলাদেশ (এনএসএসবি) এর চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া বলেন, নেচার স্টাডি সোসাইটি অফ বাংলাদেশ (এনএসএসবি) ১৯৯৬ সালের ৩০ আগস্ট প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি গবেষণা, তথ্য সংগ্রহ, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা তৈরির জন্য নিয়মিত কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, প্রকৃতিতে গাছ, ফুল, পাখির অবদানসহ গাছ চেনানো, ফটোগ্রাফি কর্মশালা, ‘নেচার স্টাডি ডাইজেস্ট’সহ বিষয় ভিত্তিক বিভিন্ন প্রকাশনা, বার্ষিক সেমিনার, পুরস্কার প্রদানসহ এনএসএসবি নিয়মিত নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে। লেখক ও পরিবেশকর্মী মুগনিউর রহমান মনিকে ২০২৪ এ আমরা পরিবেশ বিষয়ক বর্ষসেরা ফটোগ্রাফার হিসেবে পুরস্কৃত করলাম। এ ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে।

উল্লেখ্য, মুগনিউর রহমান মনি দৈনিক নয়া দিগন্তের শেরপুর জেলা প্রতিনিধি।


আরো সংবাদ



premium cement
মিরসরাইয়ে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার দেশে রেমিট্যান্স আসায় শীর্ষে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় আমিরাত কারেন্ট জালের সাইজ নির্ধারণ করা হবে : মৎস্য উপদেষ্টা সারের কৃত্রিম সঙ্কটের চেষ্টা করলে ডিলারশিপ বাতিল : কৃষি উপদেষ্টা কসোভোকে সাশ্রয়ী মূল্যে মানসম্মত পোশাক ও ওষুধ আমদানির আহ্বান রাষ্ট্রপতির ভাঙ্গায় বাড়ির কেয়ারটেকার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ গৌরীপুরে ইটভাটায় ১৪ লাখ টাকা জরিমানা ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিট থেকে ভুয়া চিকিৎসক আটক বাবরের মুক্তিতে বাধা নেই গণভবনে কে বসবে সে সিদ্ধান্ত আর দিল্লি থেকে আসবে না : হাসনাত আব্দুল্লাহ সাবেক মন্ত্রী শাহাব উদ্দিন ও উপমন্ত্রী জ্যাকবের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সকল