বাংলাদেশের উর্দুভাষীদের সাথে জামায়াতের আলোচনা সভা
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ ডিসেম্বর ২০২৪, ১৬:০৭
বাংলাদেশের উর্দুভাষী জনগোষ্ঠীর স্থিতিশীলতা ও মৌলিক চাহিদা নিয়ে জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ মোহাজির ডেভেলপমেন্ট কমিটির মধ্যে এ বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশের ১৮ লাখ উর্দুভাষী জনগোষ্ঠীর উদ্বেগ এবং মৌলিক চাহিদা পূরণের বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে আলোচনাসভায় প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং জামায়াতের আমির ডা: শফিকুর রহমান ভার্চুয়ালি যুক্ত হন। আমিরে জামায়াত আগত মোহাজির প্রতিনিধিদের দাবি-দাওয়ার প্রতি সংহতি জ্ঞাপন করেন।
অন্যদিকে, বাংলাদেশ মোহাজির কল্যাণ ও উন্নয়ন কমিটির পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো: আয়াজ আহমেদ সিদ্দিক, সভাপতি মো: সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক মো: আবদুল কুদ্দুস শাওন, সহ-সভাপতি মো: শাহজাদা সেলিম এবং মিরপুর কমিটির সভাপতি মো: এস কে আজিম জনাল ও সাধারণ সম্পাদক মো: মমতাজ জোনালসহ ১০ সদস্যের একটি প্রতিনিধি দল।
এসময় জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার এদেশে বসবাসরত উর্দুভাষীদের সকল দাবি-দাওয়া মনোযোগ দিয়ে শোনেন এবং সবসময় উর্দুভাষীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি