২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বাপুসের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নিলেন রেজাউল করিম বাদশাহ

বাপুসের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নিয়েছেন রেজাউল করিম বাদশাহ - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ পুস্তক প্রকাশক সমিতির (বাপুস) ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বগুড়া জেলার সভাপতি ও সাবেক পৌর মেয়র, মিতালী প্রেস অ্যান্ড পাবলিকেশন্সের স্বত্বাধিকারী রেজাউল করিম বাদশাহ।

বুধবার (২৭ নভেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ের লেকচার অডিটোরিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে রেজাউল করিম বাদশাহকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়।

এ সময় ইউনিভার্সেল পাবলিকেশন্সের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) কাজী শাহ আলমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজধানী শাখার সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, রেডিয়াম পাবলিকেশন্সের স্বত্বাধিকারী গাজী নাসির, গার্ডিয়ান পাবলিকেশন্সের পরিচালক নূর মোহাম্মদ, লেকচার পাবলিকেশন্সের এমডি মাহমুদুল হাসান সৌরভ, আল-ফাতাহ পাবলিকেশন্সের পরিচালক আবু শাইদ, রংপুর জেলা কমিটির রেজাউল করিম, সিলেট বিভাগীয় সভাপতি খলিলুর রহমান, বাপুস পরিচালক কাজী শাহ আলম, মক্কা পাবলিকেশন্সের এমডি গোলাম এলাহি জায়েদ, চাঁদপুর জেলা সভাপতি এস এম সুলতান, বরিশাল জেলা সহ-সভাপতি আবদুল বাতেন, গাজীপুর জেলার সাধারণ সম্পাদক, হাসান উদ্দিন সরকার, বগুড়া জেলা সহ-সভাপতি মাহফুজ রহমান, খুলনা জেলা সভাপতি আলমগীর হোসেন প্রমুখ।

এ সময় বাংলাদেশ পুস্তক প্রকাশকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মিজানুর রহমান সরদার মিলন, মো: জহির দীপ্তি, মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার, মো: আমিনুর রহমান, এস এম মহিউদ্দিন কলি, ইফতেখার শাওন, খায়রুল ইসলাম পলাশ, মো: মহসিন রুবেল, মো: জাহাঙ্গীর আলম প্রমুখ।

অনুষ্ঠানে গার্ডিয়ান পাবলিকেশন্সের স্বত্বাধিকারী নূর মোহাম্মদ বলেন, ‘৫ আগস্টের পর আমরা স্বাধীনতা উপভোগ করছি। আশা করি সামনে আমরা ভুল পথ থেকে সরে এসে বাপুসকে আরো সামনে নিয়ে যাব। এখন কোনো ফ্যাসিবাদের হাতে এক ইঞ্চি জমি ছেড়ে দিব না। আমরা বাংলা বাজারের ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রত্যয় ব্যক্ত করছি, আমরা সবাই ভারপ্রাপ্ত সভাপতির পাশে থাকব।’

রেডিয়াম পাবলিকেশন্সের স্বত্বাধিকারী গাজি নাসির বলেন, ‘গত তিন মাস আমরা যে পাগলের খপ্পরে পড়েছিলাম আল্লাহ তার হাত থেকে আমাদের রক্ষা করেছেন। আমরা ভারপ্রাপ্ত সভাপতির নেতৃত্বে এ পুস্তক ব্যবসাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাব। তার যোগ্য নেতৃত্ব ব্যবসায়ীদের ভাগ্য পরিবর্তন করবে এবং পুস্তক ব্যবসার সুনাম অক্ষুণ্ন থাকবে এ আশা ব্যক্ত করছি।’

উল্লেখ্য, স্বৈরাচার পতনের পর ফ্যাসিবাদের দালাল আরিফ রহমান ছোটন অনুপস্থিত থাকার কারণে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব রেজাউল করিম বাদশাহকে দেয়া হয়।


আরো সংবাদ



premium cement