২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইয়াং মুসলিমস সোসাইটির যাত্রা শুরু

- ছবি : সংগৃহীত

ইয়ুথ, অ্যাক্টিভিটি ও অ্যাচিভমেন্ট এই তিনটি প্রতিপাদ্যকে সামনে রেখে নন-পলিটিক্যাল ও প্যান-ইসলামিক আদর্শে বিশ্বাসী ও উজ্জীবিত কিন্তু বাংলাদেশের তরুণ মুসলমানদের কল্যাণে নিবেদিত একঝাঁক স্বপ্নবাজ তরুণের অংশগ্রহণে 'ইয়াং মুসলিমস সোসাইটি' নামক একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।

সোমবার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে (ভিআইপি লাউঞ্জে) সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে একঝাঁক ইয়াং বাঙালি ও বিহারির অংশগ্রহণে সংগঠনের আত্মপ্রকাশ হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম শুভ'র সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসেবে ব্রুনাই দারুস সালামের রাষ্ট্রদূত হাজী হারিস বিন ওসমান উপস্থিত ছিলেন।

হারিস বিন ওসমান বলেন, 'মুসলিম বিশ্বের এই শোচনীয় অবস্থা থেকে মুক্তি পেতে হলে মুসলিম ইয়াং প্রজন্মকে জাগিয়ে ও গড়ে তুলতে হবে। নচেৎ মুসলিম বিশ্বের ভবিষ্যৎ আরো করুণ পরিণতির দিকে যাবে।'

সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম শুভ বলেন, 'আমরা বাংলাদেশের হতাশাগ্রস্ত ইয়াং মুসলিমদের কল্যাণে কাজ করতে মুখিয়ে আছি। এই প্রজন্মের একজন ইয়াং মুসলিম হিসেবে এদেশের ইয়াং বাঙালি, বিহারি ও এদেশে আশ্রিত ইয়াং রোহিঙ্গাদের সমস্যা ও হতাশার জায়গাগুলো আমি উপলব্ধি ও অনুধাবন করতে সক্ষম। তাদের কল্যাণে এদেশের উদার বিত্তশালী মুসলমান ও মুসলিম বিশ্বের দাতাদেরও দৃষ্টি আকর্ষণ করছি।'

আত্মপ্রকাশ অনুষ্ঠান শেষে ব্রুনেইয়ের রাষ্ট্রদূত নবগঠিত এই সংগঠনটির সফলতা কামনা ও গোটা মুসলিম বিশ্বের কল্যাণের জন্য দোয়া-মোনাজাত পরিচালনা করেন।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement