২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শুক্রবার শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন

শুক্রবার শাহবাগে ছাত্র জমিয়তের সীরাত সম্মেলন - ছবি : নয়া দিগন্ত

ঢাকার শাহবাগে ছাত্র জমিয়ত বাংলাদেশের সীরাত সম্মেলন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১১ অক্টোবর) জুমার নামাজের পর রাজধানীর শাহাবাগ চত্বরে ইনসাফভিত্তিক আদর্শ রাষ্ট্র গঠনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান শীর্ষক সীরাত সম্মেলনের আয়োজন করেছে দলটি।

শাহবাগে সম্মেলন আয়োজন করায় দেশব্যাপী নেতাকর্মীদের মাঝে বেশ উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

ইতোমধ্যেই বিভিন্ন জেলা ও বিভাগীয় দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সম্পন্ন করেছে ছাত্র জমিয়তের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। জেলা নেতৃবৃন্দ উপজেলা, ওয়ার্ড ও ক্যাম্পাসে দাওয়াত কার্ড, লিফলেট বিতরণ দেয়াল রাইটিংসহ শিক্ষার্থীদের মাঝে প্রচারণা সম্পন্ন করেছে।

সংগঠন সূত্রে জানা যায়, রবিউল আউয়াল মাসব্যাপী সারাদেশে ছাত্র জমিয়তের সীরাতবিষয়ক আলোচনা সভা, প্রবন্ধ ও কুইজ প্রতিযোগিতার আয়োজন ছিল। বিজয়ীদের পুরষ্কার বিতরণও শাহবাগের সম্মেলনে অনুষ্ঠিত হবে।

শাহবাগের সম্মেলনে যোগ দিতে সারাদেশ থেকে ইতোমধ্যে ঢাকা অভিমুখে রওয়ানা করেছে ছাত্র জমিয়তের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। সম্মেলন ঘিরে স্কুল-কলেজ ও ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মাঝেও বেশ উদ্যোমতা লক্ষ্য করা গেছে।

জানা যায়, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দি। সভাপতিত্ব করবেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী।

সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্মেলন সফল করতে দলের নেতাকর্মীদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী, ইলেকট্রনিক মিডিয়া ও প্রিন্ট মিডিয়াসহ সর্বস্তরের ছাত্রসমাজের সহযোগিতা কামনা করেছেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে হেপাটাইটিস সি প্রতিরোধে ইইউ’র ১০ লাখ ইউরো বরাদ্দ গোলান মালভূমিতে শান্তিরক্ষার দায়িত্ব ৬ মাসের জন্য বাড়ালো জাতিসঙ্ঘ আইএসকে নির্মূল করার এখনই সময় : এরদোয়ান নির্বাচনী সময়ের বিষয়ে সরকারের ‘স্পষ্ট বক্তব্য’ চায় বিএনপির যুগপৎ সঙ্গীরাও রাবিতে ৬ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার, ৩৩ জনকে শাস্তি প্রকল্পের পুরো কাজ দেখতে ৯ জোনে তদারকি কমিটি সড়ক দুর্ঘটনাকে কাঠামোগত হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে : তথ্য উপদেষ্টা করাচি থেকে জাহাজে আগের চেয়ে বেশি পণ্য এলো আগামী বছর দেশের রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট : গোলাম পরওয়ার রাজশাহীতে একই পরিবারের ৩ জনসহ ৮ জেলায় নিহত ১৪ উপদেষ্টা হাসান আরিফকে শ্রদ্ধা ভালোবাসায় শেষ বিদায়

সকল