২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জাপানে একমুখী প্রাথমিক শিক্ষা

-

স্বাধীনতার ৫০ বছরেও বাংলাদেশের আগামী প্রজন্মকে গড়তে সর্বজনগ্রাহ্য সুনির্দিষ্ট শিক্ষাব্যবস্থা গড়ে ওঠেনি। সরকার পরিবর্তনের সাথে জাতীয় শিক্ষানীতিতেও বারবার পরিবর্তন এসেছে; যা অনুচিত। আমাদের আগামী প্রজন্মকে দেশপ্রেমী করে গড়তে এমন সুশিক্ষা দরকার, যা প্রকৃতার্থেই জাতির মেরুদণ্ড হবে, জাতীয় উন্নয়ন নিশ্চিত করবে এবং জাতির উন্নতির জন্য উপযুক্ত তরুণ সমাজ সৃষ্টি করবে।

আনুষ্ঠানিক শিক্ষার মূলভিত্তি প্রাথমিক শিক্ষা। ভিত্তি মজবুত হলে ভবনের স্থায়িত্ব যেমন বেশি, তেমনি প্রাথমিক শিক্ষা সঠিক হলে উচ্চশিক্ষা পর্যন্ত নির্মিত সুশিক্ষার বিশাল প্রাসাদ উন্নত জাতি গঠনে অধিকতর সফল। তাই উন্নত দেশের শিক্ষা পরিচালনা পদ্ধতি এ দেশে প্রয়োগে শিক্ষাবিদ ও শিক্ষানীতি প্রণয়নের নীতি-নির্ধারকরা কিছু বিষয় বিবেচনা করতে পারেন।

২০১৮ সালের ৩১ নভেম্বর জাপানের নিজিগাওকা প্রাথমিক বিদ্যালয় (ঘরলরমধড়শধ ঊষবসবহঃধৎু ঝপযড়ড়ষ) পরিদর্শন করি। টোকিওর পাশে কানাগাওয়া কেনের কাওয়াসাকি শহরে অবস্থিত স্কুলটিকে জাপানিজরা বলে নিজিগাওয়াকা শোগাক্কো। ফুটবল-বাস্কেটবল-বেসবল খেলার মাঠ, মিউজিয়াম, অ্যাকাডেমিক ভবন, ব্যবহারিক ক্লাসরুম, সুইমিংপুলসহ প্রায় ১০০ বিঘা আয়তনের ক্যাম্পাস রয়েছে। শারীরিক শিক্ষায় বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সকাল সাড়ে ৮টায় সাক্ষাতের নির্ধারিত সময়ের ৫ মিনিট আগেই পৌঁছে যাই। সাথে ছিল জাপানে আইটি ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত মো: সাইদুজ্জামান (শিমুল)। ঠিক সাড়ে ৮টায় একজন জাপানি জিজ্ঞাসা করলেন, বাংলাদেশী? আমরা ইয়েস বলার সাথে সাথে অধ্যক্ষ ইমানো তাদাশির রুমে নিয়ে গেলেন। তিনি সহকারী অধ্যক্ষ ইতো ইচিরোর সাথে পরিচয় করালেন। এরপর চা অ্যাপায়ন করিয়ে আন্তরিকভাবে জাপানের শিক্ষাব্যবস্থা সম্পর্কে ধারণা দিলেন।

জাপানে ছয় বছরের জন্য প্রাথমিক বিদ্যালয়, তিন বছরের জন্য নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, তিন বছরের জন্য উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, দুই অথবা চার বছরের বিশ্ববিদ্যালয়। প্রাথমিক শিক্ষার আগে শিশুদের কিন্ডারগার্টেন আর ডে-কেয়ার সেন্টারে পাঠানো হয়। বয়স বিবেচনায় প্রাথমিক বিদ্যালয়ে একজন শিক্ষার্থী প্রবেশের আগে (৩-৫) বছর এই সময় কিন্ডারগার্টেন স্কুলে, প্রাথমিক বিদ্যালয়ে (৬-১১) বছর, জুনিয়র হাইস্কুলে বা মিডল স্কুলে (১২-১৪) বছর এবং সিনিয়র হাইস্কুলে (১৫-১৭) বছরের ছেলেমেয়েদের শিক্ষা দেয়া হয়। আর ভোকেশনাল স্কুলে অথবা বিশ্ববিদ্যালয় (২-৪) বছর মেয়াদি হয়।

প্রাথমিক শিক্ষা অবৈতনিক, বাধ্যতামূলক ও সরকারি। সারা দেশে একই শিক্ষা, একই মানের শিক্ষা, একইভাবে পরিচালিত। প্রতিষ্ঠানের মান বিভিন্ন রকম না হওয়ায় ভালো প্রতিষ্ঠানে ভর্তির অসুস্থ প্রতিযোগিতা নেই। পঞ্চম শ্রেণীতে নেই পিইসির মতো পরীক্ষা। সারা বছরই মূল্যায়ন শেষে পরবর্তী ক্লাসে শিক্ষার্থীরা প্রমোশন পায়। আলাদা প্রাথমিক বিদ্যালয়ে কোনো পরীক্ষা নেই। প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত সবার জন্য ইতিহাস, নৈতিকতা, আর্ট, জাপানি ভাষা, বিজ্ঞান শিক্ষা বাধ্যতামূলক। চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত এর পাশাপাশি ইংরেজি, গণিত, মিউজিক ও গার্হস্থ্য অর্থনীতি রয়েছে।

শিক্ষার কারিকুলাম জানানোর পর ক্লাসরুম ভিজিটে নিয়ে যান অধ্যক্ষ। প্রতিটি ক্লাসই যেন ব্যবহারিক জীবনঘনিষ্ঠ বিষয় ও আনন্দঘন পরিবেশে চলছে। বিজ্ঞানের ব্যবহারিক ক্লাসরুমে অণুবীক্ষণ যন্ত্র, মানুষের কঙ্কাল, টেলিস্কোপসহ মহাকাশ গবেষণার আধুনিক অনেক যন্ত্রপাতি দেখলাম। মিউজিক ক্লাসে মঞ্চসহ কঙ্গো, তবলা, হারমোনিয়াম, গিটার প্রভৃতি দেখলাম। ব্যাচভিত্তিক শিক্ষার্থীদের তালিকাসহ গ্রæপ ছবি রয়েছে।
গার্হস্থ্য অর্থনীতির ব্যবহারিক ক্লাসে রান্নার চুলা, হাঁড়ি, প্লেট ও সেলাই মেশিনের মতো ব্যবহারিক উপকরণ রয়েছে। রয়েছে শিক্ষার্থীদের হাতে তৈরি রুমাল ও পোশাক। আর্টের ক্লাসের শিক্ষার্থীদের আঁকা ছবি, ছবির নিচে নাম ও আইডি নম্বর লেখা আছে। ইতিহাসের ক্লাসরুমের বাইরে জাপানের সম্পূর্ণ ইতিহাস, শাসকদের ছবিসংবলিত সংক্ষিপ্ত ইতিহাস দেয়ালের গায়ে আর্ট পেপারে সেঁটে দেয়া আছে।

এক রুমে তিনজন ছাত্রছাত্রীর জন্য সাতজন শিক্ষক থাকার বিষয়ে অধ্যক্ষ জানান, এরা পিছিয়ে পড়া ছাত্র। এদের উন্নয়নের জন্য শিক্ষকের সাথে বাইরের প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ এসেছেন পিছিয়ে পড়ার কারণ জেনে যথাযথ পদক্ষেপ নিতে। প্রতিবন্ধীদের ক্লাসে টিভি ছাড়া ছিল এবং গানের তালে শিক্ষক ও প্রতিবন্ধী শিক্ষার্থী নাচছিলেন।

এভাবে সব ক্লাসে তত্ত্বীয় বিষয়ের চেয়ে ব্যবহারিক কার্যক্রমকে গুরুত্ব দেয়া হয়। প্রতিষ্ঠানে টিম স্পিরিট ভালো মানের। শিক্ষক মিলনায়তনে একজন শিক্ষককেও বসে থাকতে দেখলাম না। আর যে ক্লাসে গেছি শিক্ষকদের স্বতঃস্ফ‚র্ত অভিবাদন চমৎকার টিম স্পিরিটের সাক্ষ্য দেয়। অধ্যক্ষ শিক্ষার্থীদের সাথে ছবি তুলতে বলায় জুতা খুলে ক্লাসরুমে ঢুকলাম। বের হওয়ার সময় দেখলাম একজন শিক্ষিকা অধ্যক্ষের জুতা ঠিক করে দিলেন। লাইব্রেরিতে ছেলেমেয়েদের স্বতঃস্ফূর্তভাবে লাইব্রেরি ওয়ার্ক করতে দেখলাম।

মানুষকে সম্মান দেয়ার অপরূপ শিক্ষা এখানে রয়েছে। স্মৃতি ধরে রাখার জন্য অধ্যক্ষ ছবি তুলতে চাইলে ওনার পাশে দাঁড়িয়ে ছবি তুললাম। এরপর নিজের চেয়ারে জোর করে আমাকে বসিয়ে অধ্যক্ষ পাশে দাঁড়িয়ে ছবি তুললেন। বাইরের বিশেষজ্ঞ শিক্ষক আসার পর ওনার কোট খুলে নিয়ে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখেন সহকারী অধ্যক্ষ। এক ঘণ্টা সময় নির্ধারিত থাকলেও দুই ঘণ্টা সময় দিলেন এবং স্কুল থেকে গাড়িতে ফিরে আসা পর্যন্ত এগিয়ে দিয়ে গেলেন।

গভীর মমতা নিয়ে শিক্ষার্থীদের গড়ে তোলা দেখে আমি অভিভূত হয়েছি। নির্দিষ্ট জায়গা থেকে স্কুলবাসে সবাইকে আসতে হয়, মা-বাবার গাড়ি থাকলেও নিজ গাড়িতে আসা যায় না। সবার জন্য একই স্কুলবাস, একই ড্রেস, স্কুলে একই খাবার ও একই রকম স্কুলব্যাগ; যাতে শিক্ষার্থীরা মানসিকভাবে একই মানের হয়ে গড়ে ওঠে।

জাপানে আমি যে বাসায় ছিলাম তার উপর তলায় এক বাংলাদেশী মেয়ে ওই স্কুলের ক্লাস ওয়ানে পড়ে। ওই ক্লাসে গিয়ে অধ্যক্ষ তার ব্যাগ ও তিনজন ফিলিপাইনের শিক্ষার্থীর ব্যাগ দেখালেন। একজন অধ্যক্ষ একই ধরনের ব্যাগের মধ্যে নাম না দেখেই শিক্ষার্থীর ব্যাগ দেখিয়ে দিলেন! এদের সিস্টেম উন্নত। শিক্ষকরা পড়ান অপরিসীম আন্তরিকতা নিয়ে। কোনো কোচিং-প্রাইভেটের ব্যবস্থা নেই।

কোনো শিক্ষার্থী পিছিয়ে পড়লে শিক্ষার্থীর চেয়ে শিক্ষক পেরেশান থাকেন। অযত্নে-অবহেলায় শিক্ষার্থী পিছিয়ে পড়ছে কি না! শিশুর শিক্ষা তার ভবিষ্যৎ জীবনের বুনিয়াদ তৈরি করে। নৈতিক ক্লাসের মাধ্যমে এরা অপরূপ ভালো মানুষ হিসেবে তৈরি হয়। মিথ্যা কথা, প্রতারণা, মানুষকে ঠকানো এরা বুঝেই না। দেশের প্রতি প্রচণ্ড ভালোবাসা নিয়ে এরা বেড়ে ওঠে।

স্কুলের নৈতিক শিক্ষা সারাজীবন পালন করে। বাসে-ট্রেনে উঠতে লাইনে দাঁড়ানো, বাস-ট্রেনে টেলিফোন করা অথবা কথা বলা থেকে বিরত থাকে অন্যের ডিসটার্ব হবে এ জন্য। কার্ডের মাধ্যমে ভাড়া পরিশোধে কখনো কেউ ঝামেলা করে না। এই শিক্ষা তারা পায় শিশু বয়স থেকে। কারো দ্বারা কারো ন্যূনতম ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা, নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে জাতিটিকে পৃথিবীর ইতিহাস থেকে মুছে ফেলে দেয়ার অবস্থা করা হয়েছিল। সেই জাতি আজ পৃথিবীর উন্নত জাতি। যারা আজ পৃথিবীর প্রায় প্রতিটি রাষ্ট্রে সাহায্য পাঠায়। এর পেছনে মৌলিকভাবে কাজ করছে তাদের শিক্ষা।

আমাদের উন্নয়নের বাধা আমাদের শিক্ষাব্যবস্থা। বাংলাদেশে ১৩ রকমের প্রাথমিক শিক্ষা রয়েছে। যেমন- ধর্মীয় ক্ষেত্রে আলিয়া নিসাবের ইবতেদায়ি শ্রেণী, কওমি নিসাবের প্রাথমিক শিক্ষা, সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় পরিচালিত সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই পরিচালিত সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেনের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, ইংলিশ মিডিয়াম স্কুল প্রভৃতি।

ভিন্ন ভিন্ন পরিবেশের ভিন্ন ভিন্ন শিক্ষাক্রমের ভিন্ন ভিন্ন শিক্ষাপদ্ধতি ভিন্ন মানসিকতা সম্পন্ন মানুষ তৈরি করে। যারা বড় হয়ে ঐক্যবদ্ধ জাতীয় চেতনার পরিবর্তে পরস্পর সঙ্ঘাত-সংঘর্ষে জড়িয়ে পড়ে, যা জাতীয় উন্নয়নের বড় অন্তরায়। ব্রিটিশ শাসনের আগে এ দেশে একমুখী শিক্ষাব্যবস্থা ছিল; যা ধর্মের প্রয়োজন পূরণ করত এবং রাষ্ট্রের প্রয়োজনও পূরণ করত। কিন্তু ব্রিটিশ শাসনে লর্ড ম্যাকলে প্রবর্তিত দ্বিমুখী শিক্ষা অর্থাৎ মাদরাসাকেন্দ্রিক ধর্মীয় শিক্ষা ও স্কুল-কলেজ কেন্দ্রিক সাধারণ শিক্ষাব্যবস্থা চালু হলো। আর মূল সাধারণ শিক্ষায় ধর্মকে বাদ দেয়া হলো। এ দেশের কিছু লোককে দোভাষী ও কেরানি তৈরির জন্য এ ব্যবস্থা করা হলো।
এই ডিভাইড অ্যান্ড রুল পলিসি তথা ভাগ করো শাসন করো নীতিতে শিক্ষাব্যবস্থা দ্বিধাবিভক্ত করা হলো। আজো ধর্মীয় ও সাধারণ শিক্ষার নামে দেশে গড়ে ওঠা বিভিন্ন রকমের প্রতিষ্ঠান দেশপ্রেমী প্রজন্ম গড়ে তোলে সমৃদ্ধ ঐক্যবদ্ধ জাতি গঠন করতে পারছে না। এ অবস্থা থেকে উত্তরণে একই শিক্ষাক্রমের অধীনে জাতীয় প্রাথমিক শিক্ষা অবৈতনিক ও বাধ্যতামূলক হওয়া জরুরি। যে শিক্ষায় মানুষ উন্নত নৈতিক চরিত্র সম্পন্ন হয়ে গড়ে উঠবে এবং আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বমানের সুযোগ্য নাগরিক হবে। এ ক্ষেত্রে জাপানসহ উন্নত দেশগুলোর মডেলকে সামনে রেখে ধর্মীয় মূল্যবোধের আলোকে শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানো উচিত। সঠিক প্রাথমিক শিক্ষায় জাতির মজবুত ভিত্তি তৈরিতে সফল ভ‚মিকা পালন করতে পারে।

লেখক : অধ্যক্ষ, সাভার মডেল কলেজ
E-mail:[email protected]


আরো সংবাদ



premium cement
মহেঞ্জোদারো আবিষ্কারের কৃতিত্ব জীবদ্দশায় পাননি যে বাঙালি প্রত্নতাত্ত্বিক বছরখানেক সময় পেলে সংস্কার করে যাব : আসিফ নজরুল সীমান্তে বিজিবিকে অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার শেখ হাসিনার অনেক গুমের সহযোগী ভারত : রিজভী জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ মাদরাসা শিক্ষার্থী আরাফাতের ইন্তেকাল ডাবরের পরিবেশনায় বঙ্গ নিয়ে এলো গেম শো ফ্যামিলি ফিউড দারুল উলূম দেওবন্দের শাইখুল হাদিস আল্লামা কমরউদ্দিনের ইন্তেকাল নতুন মামলায় সালমান-ইনু-আনিসুলসহ গ্রেফতার ৮ নিরাপত্তা ঝুঁকি বেড়েছে ২ পারের রোহিঙ্গাদের জাবালিয়ায় ইসরাইলি সেনা কর্মকর্তাকে গুলি হামাসের বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন

সকল