১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

মোদির সমাবেশের আগে কাশ্মিরে বন্দুকযুদ্ধ, সেনাসহ নিহত ৫

-

নির্বাচনকে সামনে রেখে ভারতের জম্মু-কাশ্মীরে সীমান্তজুড়ে আবারও শুরু হয়েছে সংঘাত। জম্মু-কাশ্মীরের কিশতওয়ারে সেনাদের যৌথ অভিযানে নিরাপত্তা বাহিনীর সাথে বিচ্ছিন্নতাবাদিদের তুমুল বন্দুকযুদ্ধ হয়েছে। এতে অন্তত দুইজন সেনা এবং তিনজন বিচ্ছিন্নতাবাদি নিহত হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা। জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী সমাবেশের আগে এ ঘটনা ঘটল। গত শুক্রবার গভীর রাতে সেনাদের যৌথ অভিযানে এ ঘটনা ঘটে বলে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাতে কিশতোয়ারের জঙ্গল এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। জঙ্গল ঘিরে তল্লাশির সময় বিচ্ছিন্নতাবাদিরা গুলি ছুড়তে শুরু করে, সেই অতর্কিত হামলায় চার জওয়ান গুলিবিদ্ধ হন। দুজন ঘটনাস্থলেই মারা যান। বাকি দুই জওয়ানকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, বন্দুকযুদ্ধে চার সেনা সদস্য আহত হন। তাদের মধ্যে দুজন, নায়েব সুবেদার বিপন কুমার এবং সিপাহী অরবিন্দ সিং পরে মারা যান। নিহতদের একজন গ্রেনেড বিস্ফোরণের কারণে স্প্লিন্টারের আঘাতে এবং মাথায় বুলেটের আঘাতে মারা গেছেন।

কিশতোয়ারের মতো সেনা অভিযান চালানো হয় বারামুল্লাতেও। জম্মু–কাশ্মীর পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে তিন বিচ্ছিন্নতাবাদি নিহত হয়েছে। অভিযান শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে সেনাবাহিনী বিপুল অস্ত্র উদ্ধারের তথ্য জানায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল শনিবার থেকে আনুষ্ঠানিক ভাবে জম্মু ও কাশ্মীরে ভোটপ্রচার শুরু করেন।
উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরে শেষ বার বিধানসভা নির্বাচন হয়েছিল ২০১৪ সালে। দীর্ঘ ১০ বছর পর আবার সেখানে ভোট হতে চলেছে। আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ভোটগ্রহণ পর্ব শুরু। কাশ্মীরের ৯০টি আসনে তিন দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৮ সেপ্টেম্বরের পর ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর ভোট রয়েছে। গণনা ৮ অক্টোবর।

 


আরো সংবাদ



premium cement
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদসহ ৫ জনের বিরুদ্ধে মামলা বিসিএসআইআর চেয়ারম্যান হলেন সামিনা আহমেদ সোনারগাঁওয়ে নদ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার ইলিশ শিকারে নিষেধাজ্ঞার সময় ভারতের সাথে সমন্বয়ের দাবিতে জেলেদের পিটিয়ে হত্যার ঘটনায় তিন ছাত্রকে পুলিশে সোপর্দ ঢাবি কর্তৃপক্ষের ঢাবিতে পিটিয়ে মারা তোফাজ্জলের পাথরঘাটার বাড়িতে শোকের মাতম আরো ৩ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি মশা নিধন কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে পদক্ষেপ নেয়া হচ্ছে : ডিএনসিসির সিইও পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবি শ্রীনগরে ছাত্র আন্দোলনে হামলাকারী ও হুমকিদাতাদের বিচার দাবি বাংলাদেশ থেকে অর্থ পাচার : যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের প্রতি যে আহ্বান জানালো টিআইবি

সকল