মালিতে রাজনৈতিক দলের কার্যক্রমে স্থগিতাদেশ প্রত্যাহার
- সিএনএন
- ১৩ জুলাই ২০২৪, ০০:০৫
মালিতে রাজনৈতিক দলগুলোর কার্যক্রমের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নিয়েছে দেশটির সামরিক জান্তা সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা নিরাপদ হওয়ায় ওই স্থগিতাদেশ তুলে নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় কাউন্সিল।
মালিতে দুই দশকের বেশি সময় ধরে কিছু বিদ্রোহী গোষ্ঠী আইএস ও আলকায়েদার ছত্রছায়ায় সশস্ত্র সঙ্ঘাত চালিয়ে যাচ্ছিল। তাদের মধ্যেই একটি জাতিগোষ্ঠী হচ্ছে সাহেলিয়ানরা। মালির ক্ষমতায় থাকা সামরিক জান্তা সরকার গত এপ্রিলে সাহেলিয়ানদের সাথে শান্তি সংলাপের ঘোষণা দেয়। আর এই সংলাপ শুরুর আগে দেশটির সব রাজনৈতিক দলের কার্যক্রমে স্থগিতাদেশ ঘোষণা করে।
মালির জাতীয় কাউন্সিল বুধবার জানিয়েছে, গত ১৩ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলা শান্তি সংলাপের সুপারিশ বাস্তবায়নের দিকে মনোযোগ দেয়া হচ্ছে এখন। আর তাই সরকার রাজনৈতিক দলগুলোকে তাদের কার্যক্রম পুনরায় শুরু করার অনুমতি দিচ্ছে। কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, এই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে, সরকার শান্তি সংলাপের জন্য যেকোনো হুমকি বা বিশৃঙ্খলা মোকাবেলা করতে সক্ষম হয়েছে। ২০২০ সালে একবার সামরিক অভ্যুত্থানের পর মালিতে ২০২১ সালে দ্বিতীয় অভ্যুত্থানে ক্ষমতা দখল করে সামরিক জান্তা। তারা জাতিসঙ্ঘ শান্তিরক্ষীদের দেশ থেকে ফেরত পাঠায় এবং অনির্দিষ্টকালের জন্য নির্বাচন স্থগিত করে। সামরিক জান্তা চলতি বছরের ফেব্রুয়ারিতে পূর্বনির্ধারিত নির্বাচন আয়োজন প্রত্যাখ্যান করলে দেশটির রাজনৈতিক দল এবং সুশীল সমাজ জান্তার সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়।