১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বলসোনারোর আশা ট্রাম্পই ফিরবেন

-

বিশ্বজুড়েই ডানপন্থী রাজনৈতিক ধারার উত্থান ঘটছে। ইতালি, ফ্রান্সসহ বিভিন্ন দেশে ডানপন্থীরা ক্ষমতায় এসেছেন। এর ধারাবাহিকতায় আগামী নভেম্বরে ডোনাল্ড ট্রাম্পই যুক্তরাষ্ট্রে ক্ষমতায় ফিরতে চলেছেন বলে আশা ব্যক্ত করেছেন ব্রাজিলের কট্টর ডানপন্থী সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো। ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় এক সমুদ্রসৈকতের অবকাশ যাপন কেন্দ্রে গত শনিবার ‘কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স (সিপিএসি), ব্রাজিল ২০২৪’-এর সমাবেশ অনুষ্ঠিত হয়।
সেখানে প্রায় সাড়ে তিন হাজার সমর্থকের সামনে দেয়া বক্তৃতায় বলসোনারো ওই আশা ব্যক্ত করেন। তিনি বলেন, ‘ঈশ্বরের ইচ্ছায় নভেম্বরে ট্রাম্পই আসছেন (প্রেসিডেন্ট হচ্ছেন)।’ আগামী অক্টোবর মাসে ব্রাজিলজুড়ে পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে নিজ দলের প্রার্থীদের পক্ষে প্রচার চালাতে আয়োজিত এ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো।
২০২৬ সালে ব্রাজিলের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। বলসোনারোর সমর্থকরা চান ওই নির্বাচনে প্রার্থী হয়ে জিতে তিনি আবার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করুন। তবে দেশে গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থার ওপর আঘাত হানার অভিযোগে ২০৩০ সাল পর্যন্ত নির্বাচনে অযোগ্য ঘোষিত হয়েছেন তিনি। ২০২৩ সালে ব্রাজিলের সুপ্রিম ইলেকটোরাল কোর্ট তার ওপর এ নিষেধাজ্ঞা দেয়। ২০২২ সালের নির্বাচনে ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্ট ও বামপন্থী নেতা লুলা দা সিলভার কাছে হেরে যান বলসোনারো।

 


আরো সংবাদ



premium cement