কাশ্মিরে সংঘর্ষে ১ ভারতীয় সেনা নিহত
- টাইমস অব ইন্ডিয়া
- ০৭ জুলাই ২০২৪, ০০:০৫
জম্মু-কাশ্মিরের কুলগাম জেলায় স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীর সাঙ্গে সংঘর্ষে একজন সেনা জওয়ান নিহত হয়েছেন। গতকাল শনিবার দেশটির সেনা কর্মকর্তা এই খবর জানিয়েছেন। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি জানার পর দক্ষিণ কাশ্মির জেলায় অবস্থিত মোডারগাম গামে অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। এতে দুই পক্ষের গোলাগুলিতে এক সেনা প্রাণ হারায়। আপ্রাণ চেষ্টা সত্ত্বেও গুরুতর আহত সৈনিককে বাঁচানো যায়নি।
এর আগে কাশ্মির জোন পুলিশ এক্স হ্যান্ডলে জানায়, ‘কুলগাম জেলার মোডারগাম গামে এনকাউন্টার শুরু হয়েছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে’। এ হামলার পর ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করেছে নিরাপত্তা বাহিনী। এজন্য অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। উল্লেখ, গত কয়েক মাসে আবার উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু-কাশ্মিরের নিরাপত্তা পরিস্থিতি। গত জুন মাসে, উপত্যকার ডোডা জেলার গান্দোহ এলাকায় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে তিন স্বাধীনতাকামী যোদ্ধা নিহত হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা