৭ অক্টোবরের পর কানাডায় পাড়ি জমিয়েছে শত শত ইসরাইলি
- নয়া দিগন্ত ডেস্ক
- ০৫ জুলাই ২০২৪, ০০:০৫
গাজায় চলমান যুদ্ধের কারণে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল থেকে পালিয়ে বাঁচতে কানাডার ভিসা চাইছেন হাজার হাজার ইসরাইলি বসতি স্থাপনকারী। ইসরাইলি নিউজ আউটলেট ওয়ালার মতে, হামাস অপারেশন আল-আকসা চালানোর পর থেকে হাজার হাজার ইসরাইলি তথাকথিত ‘মানবিক ভিসা’ ব্যবহার করতে চাইছে। আর কানাডা ওই ভিসা দিচ্ছে অধিকৃত ফিলিস্তিন অঞ্চলে বসবাসকারী ইসরাইলিদের।
ওয়ালার খবর অনুযায়ী, ইতোমধ্যেই ইসরাইলিদের একটি বড় দল কানাডীয় সরকার এবং ইসরাইলি মন্ত্রিসভার কাছে তাদের অনুরোধ জমা দিয়েছে। এদিকে টাইমস অব ইসরাইল সম্প্রতি জানিয়েছে, গত ৭ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ লাখ ইসরাইলি বাসিন্দা অধিকৃত ফিলিস্তিন অঞ্চল ত্যাগ করেছে।
ফিলিস্তিনের জনসংখ্যা ও অভিবাসন কর্তৃপক্ষের মতে, গাজায় ইসরাইলি বাহিনীর আগ্রাসনের প্রথম ছয় মাসে পাঁচ লাখেরও বেশি ইসরাইলি অধিকৃত অঞ্চল ছেড়েছে এবং আর ফিরে আসেনি। এর আগে ইসরাইলি সংবাদমাধ্যম ‘ডি মার্কার’ জানিয়েছিল যে, হামাসের আল আকসা তুফান শুরু হওয়ার পর হাজার হাজার ইহুদি ইসরাইল থেকে পালিয়ে গ্রিসে যাচ্ছে এবং সেখানে স্থায়ীভাবে বসবাসের ঘটনা অনেক বেড়ে গেছে।
এছাড়াও ইরানের বার্তা সংস্থা তাসনিমের এক প্রতিবেদনে বলা হয় যে, হাজার হাজার ইসরাইলি পরিবার এখন গ্রিসকে তাদের অস্থায়ী বা স্থায়ী আশ্রয় হিসেবে বেছে নিয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা