নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৮
- বিবিসি
- ০১ জুলাই ২০২৪, ০০:০৫
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যে ধারাবাহিক প্রাণঘাতী বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। সম্ভাব্য বোমা বিস্ফোরণে এসব ঘটনার মধ্যে একটি ঘটেছে শনিবার এক বিয়ের আসরে, এখানে ছয়জন নিহত ও অন্যরা আহত হয়েছেন।
রাজ্যটির জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, সন্দেহভাজন আত্মঘাতী বোমারুরা গোওজা শহরের একটি বিয়ের আসরে, নামাজে জানাজায় ও হাসপাতালে হামলা চালিয়েছে। বোর্নে রাজ্যটি ১৫ বছর ধরে বোকো হারামের বিদ্রোহের কেন্দ্র ছিল। ওই সময় বিদ্রোহীদের হামলায় ২০ লাখেরও বেশি লোক বাস্তুচ্যুত ও ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবারের এসব হামলায় শিশু, পূর্ণবয়স্ক ও গর্ভবতী নারীসহ ১৮ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। স্থানীয় কিছু গণমাধ্যমে নিহতের সংখ্যা আরো অনেক বেশি বলে জানানো হয়েছে, নাইজেরিয়ার ভ্যানগার্ড এবং দিস ডে সংবাদপত্রে এসব বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা অন্তত ৩০ জন বলে লেখা হয়েছে। ঘটনার পর নাইজেরিয়ার সামরিক বাহিনী গোওজা শহরে কারফিউ জারি করেছে। কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি। ২০১৪ সালে বোকো হারাম গোওজা শহরটি দখল করে নিয়েছিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা