লেবাননে হামলা করলে ইসরাইলকে বিলুপ্তির যুদ্ধ শুরু হবে : ইরান
- আলজাজিরা
- ৩০ জুন ২০২৪, ০০:০৫
গাজা উপত্যকায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধের মাঝেই ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকার লেবাননভিত্তিক সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে। হিজবুল্লাহকে মাটির সাথে মিশিয়ে না দেয়া পর্যন্ত যুদ্ধ চালানোর হুঁশিয়ারি দেন তিনি। তবে লেবাননে সর্বাত্মক হামলা চালালে ইসরাইলকে বিলুপ্তের ‘ধ্বংসাত্মক যুদ্ধের’ পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান।
গতকাল শনিবার জাতিসঙ্ঘে ইরানের মিশন ইসরাইলকে সতর্ক করে আরো বলেছে, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালালে ইসরাইলকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেয়ার যুদ্ধ শুরু হবে। মধ্যপ্রাচ্যজুড়ে থাকা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর কথা উল্লেখ করে জাতিসঙ্ঘে ইরান মিশনের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টের এক পোস্টে বলা হয়, সমস্ত বিকল্প উপায়সহ সব প্রতিরোধ যোদ্ধাদের সম্পূর্ণ সম্পৃক্ততা নিয়ে আলোচনা চলছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনার পারদ বৃদ্ধি পেয়েছে। ইসরাইলি সরকার লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণের পরিকল্পনা অনুমোদন করার পর থেকে এ অঞ্চলে আরেকটি যুদ্ধ দরজায় কড়া নাড়ছে। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে জার্মানি, কানাডা, নেদারল্যান্ডস ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা ও জরুরি ভিত্তিতে অঞ্চলটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে।
ইসরাইলের সৈন্যরা হিজবুল্লাহকে লক্ষ্য করে ক্রমাগত হামলা চালাচ্ছে। বড় আকারের হামলার ঘোষণা করার পরও ইসরাইল এখনো পর্যন্ত সর্বাত্মক হামলা শুরু করেনি। চলমান এ সঙ্ঘাত নিরসনে জাতিসঙ্ঘ দু’পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। এর মাঝেই ইরানের পাল্টা হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরো বাড়িয়ে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
গত এপ্রিলে ইরান তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিয়ে হামলা চালায় ইসরাইলে। সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরাইলের বিমান হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সাত সদস্য নিহত হওয়ার প্রতিশোধ নিতে এ হামলা চালায় ইরান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা