১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হাউছি হামলায় আরেক জাহাজ ডুবে গেছে

-

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউছিদের সামরিক বাহিনী লোহিত সাগরে ‘টিউটর’ নামের দ্বিতীয় আরেকটি জাহাজ ডুবিয়ে দিয়েছে, এমন ধারণা করা হচ্ছে বলে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) জানিয়েছে।
এর আগে ইউকেএমটিও, হাউছি ও অন্য মাধ্যমগুলো জানিয়েছিল, গ্রিসের মালিকানাধীন কয়লাবাহী টিউটর ১২ জুন ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকভর্তি দূরনিয়ন্ত্রিত নৌকার আঘাতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় ও জাহাজটিতে পানি উঠতে শুরু করে।
এক সতর্ক বার্তায় ইউকেএমটিও বলেছে, ‘সামরিক কর্তৃপক্ষ (টিউটরের) শেষ কথিত অবস্থানে সামুদ্রিক আবর্জনা ও তেল দেখতে পেয়েছে।’ এ বিষয়ে টিউটর জাহাজের ব্যবস্থাপকের মন্তব্য জানতে রয়টার্সের পক্ষ থেকে তার সাথে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। হামলার পর থেকে টিউটরের এক ক্রু নিখোঁজ রয়েছেন। তিনি জাহাজটির ইঞ্জিন রুমে কাজ করতেন বলে ধারণা।
ইরান সমর্থিত হাউছিরা ফিলিস্তিনিদের সাথে সংহতি জানিয়ে নভেম্বর থেকে লোহিত সাগর অঞ্চলে ইসরাইল ও ইসরাইলের সাথে সম্পর্কিত অথবা গাজা যুদ্ধে ইসরাইলকে সমর্থন দেয়া দেশগুলোর জাহাজ লক্ষ্য করে হামলা চালাচ্ছে। হাউছিদের হামলায় ডুবে যাওয়া প্রথম জাহাজটি ছিল ব্রিটেনের মালিকানাধীন ‘রুবিমার’। হাউছিদের ক্ষেপণাস্ত্র আঘাত হানার প্রায় দুই সপ্তাহ পর ২ মার্চ জাহাজটি ডুবে যায়।

 


আরো সংবাদ



premium cement