১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চীনের করোনা টিকার বিরুদ্ধে গোপন প্রচারণা চালিয়েছিল যুক্তরাষ্ট্র

-

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা যখন তুঙ্গে ছিল, তখন এই মহামারি নিয়ন্ত্রণে চীন যে প্রচেষ্টা শুরু করেছিল, তার বিরুদ্ধে গোপন প্রচারণা শুরু করেছিল যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। ফিলিপাইনে চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকানোই ছিল এর উদ্দেশ্য। সে সময় যেসব দেশে করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ শুরু হয়, সেগুলোর মধ্যে ফিলিপাইন একটি।
ফিলিপিনোদের ছদ্মবেশ ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়। অ্যাকাউন্টগুলো থেকে চীনের তৈরি করোনার টিকা সিনোভ্যাক, মাস্ক ও করোনা পরীক্ষার সরঞ্জামের গুণগত মান নিয়ে অপপ্রচার চালানো হয়। এরসাথে জড়িত ছিল মার্কিন সেনাবাহিনী। যা পরে টিকাবিরোধী অভিযানে পরিণত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ কমপক্ষে ৩০০টি ভুয়া অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে। যা চীনের টিকা ও অন্যান্য জীবন রক্ষাকারী সহায়তা সম্পর্কে সাবেক মার্কিন সামরিক কর্মকর্তাদের শেয়ার করা বর্ণনার সাথে মিলে যায়। প্রায় সবগুলো অ্যাকাউন্ট ২০২০ সালের মাঝামাঝি ‘চীন ইজ দ্য ভাইরাস’ সোগানকে কেন্দ্র করে খোলা হয়েছিল। অবশেষে ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে মার্কিন সেনাবাহিনীর প্রচার প্রচেষ্টা একটি টিকাবিরোধী অভিযানে পরিণত হয়।


আরো সংবাদ



premium cement