অন্যদের তুলনায় মার্কিন যুবকরা ইসরাইলের বড় সমালোচক
- মিডেল ইস্ট মনিটর
- ১৪ জুন ২০২৪, ০০:০৫
পিউ রিসার্চ সেন্টারের একটি সমীক্ষায় দেখা গেছে, মার্কিন তরুণ অন্যান্য নাগরিকের তুলনায় গাজায় ইসরাইলের যুদ্ধের বেশি সমালোচনা করছে। গাজা যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অবস্থান নিয়ে জনমত বিভক্ত পর এমনটা দেখা গেছে।
যুদ্ধসম্পর্কিত অ্যাজেন্ডা এবং যুদ্ধ কিভাবে বাইডেনের পুনর্নির্বাচনের সম্ভাবনাকে প্রভাবিত করবে তা নিয়ে ওয়াশিংটনে তীব্র বিতর্ক সত্ত্বেও জরিপে আরো দেখা গেছে, অনেক আমেরিকান এই বিষয়টিকে ঘনিষ্ঠভাবে অনুসরণ করছে না বা খুব বেশি মনোযোগ দিচ্ছে না। জরিপ উত্তরদাতাদের ৪০ শতাংশ বলেছে, তারা নিশ্চিত নয় যে বাইডেন সঠিক ভারসাম্য রক্ষা করেছেন কি না।
১৮ থেকে ২৯ বছর বয়সী আমেরিকানদের মধ্যে ৪৬ শতাংশ উত্তরদাতা বলেছে, হামাসের ৭ অক্টোবরের হামলার পর ইসরাইলের প্রতিক্রিয়া অগ্রহণযোগ্য। তবে ২১ শতাংশ বলেছে, এটি গ্রহণযোগ্য ছিল। আর বাকিরা বলেছে, তারা এ বিষয়ে অনিশ্চিত।
বয়স্ক আমেরিকানদের দৃষ্টিভঙ্গি অল্পবয়সী লোকদের থেকে বেশ ভিন্ন। ৬৫ বছর এবং তার বেশি বয়সীদের মধ্যে ৫৩ শতাংশ ইসরাইলের প্রতিক্রিয়াকে সমর্থন করেছে। আর ২৯ শতাংশ এটিকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে।