যুক্তরাষ্ট্রের প্রাথমিক নির্বাচনে ৪ রাজ্যে বাইডেন ও ট্রাম্পের সহজ জয়
- আনাদোলু
- ০৬ জুন ২০২৪, ০০:০৫
যুক্তরাষ্ট্রে দলীয় মনোনয়ন পেতে প্রাথমিক নির্বাচনে ৪টি রাজ্যে খুব সহজেই জয় পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজ্যগুলো হলো- মন্টানা, নিউ জার্সি, নিউ মেক্সিকো এবং দক্ষিণ ডাকোটা। মঙ্গলবার এই রাজ্যেই খুব সহজে মনোনয়ন পেয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান এবং সাবেক প্রেসিডেন্ট।
এতে বলা হয়েছে, গত সপ্তাহে নিউ ইয়র্ক শহরে ঘুষের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর কোনো ভালো খবর পেলেন ডনাল্ড ট্রাম্প। নিউ জার্সিতে ট্রাম্প প্রায় ৯৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এই রাজ্যে ট্রাম্প বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন। এ ছাড়া এই রাজ্যে বাইডেনও প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন। তিনি নিউ জার্সিতে ৮৮ শতাংশ ভোট পেয়েছেন। এ ক্ষেত্রে ৯ শতাংশ ভোটার ভোট দেয়া থেকে বিরত থেকেছেন।
এ ছাড়া নিউ মেক্সিকোতে ৮৪ শতাংশ এবং মন্টানা রাজ্যে ৮৭ শতাংশ এবং দক্ষিণ ডাকোটাতে ৭৩ শতাংশ ভোট পেয়ে যুক্তরাষ্ট্রের নভেম্বরের নির্বাচনে মনোনীত হয়েছেন বাইডেন। উল্লেখ্য, এসব রাজ্যে প্রায় ১০ শতাংশ ভোটার ভোট দেয়া থেকে বিরত থেকেছেন। দক্ষিণ ক্যারোলিনার সাবেক গর্ভনর নিকি হ্যালি গত মার্চে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা