১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মার্কিন কারাগারে পাকিস্তানি বিজ্ঞানী আফিয়াকে ধর্ষণের অভিযোগ

-

যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দী পাকিস্তানি বংশোদ্ভূত ড. আফিয়া সিদ্দিকি আবার ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তার আইনজীবী। ক্লাইভ স্টাফোর্ড স্মিথ একজন মার্কিন আইনজীবী। তিনি জানিয়েছেন, টেক্সাস কারাগারে বন্দী ড. আফিয়াকে গত দুই সপ্তাহ আগে তার সেলের পাহারাদার ধর্ষণ করেছে। ড. আফিয়া একজন পাকিস্তানি নিউরোসয়েন্টিস্ট। ২০১০ সালে নিউ ইয়র্কের একটি ফেডারেল আদালত আফিয়াকে ৮৬ বছরের কারাদণ্ড দেয়।
তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০০৮ সালে আফগানিস্তানের গজনিতে মার্কিন কর্মকর্তাদের হত্যার চেষ্টা চালিয়েছিলেন। আফিয়া বরাবরই ওই অভিযোগ অস্বীকার করে আসছেন। তখন থেকেই ড. আফিয়া যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দী রয়েছেন। আফিয়া সিদ্দিকির আইনজীবী ক্লাইভ স্টাফোর্ড স্মিথ একজন মানবাধিকার অ্যাকটিভিস্ট। তিনি এর আগে গুয়ানতানামো বে কারাগার থেকে আবদুল রাব্বানি ও আহমদ রাব্বানিকে মুক্ত করতে সহায়তা করেছিলেন। তার সাথে টেলিফোনে কথা বলেছে জিয়ো নিউজের প্রতিবেদক। স্টাফোর্ড জিও নিউজকে জানিয়েছেন, এখনো প্রতিনিয়ত কারাগারে ড. আফিয়া ধর্ষণের শিকার হচ্ছেন।
এছাড়া তাকে নিয়মিত মানসিক ও শারীরিক নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন স্মিথ। গত বৃহস্পতিবার এবং শুক্রবার স্মিথ সর্বশেষ ড. আফিয়ার সাথে টেলিফোনে কথা বলেন। সে সময় টেলিফোনের সংযোগ ভালোভাবে কাজ করছিল না। তাদেরকে উচ্চ স্বরে কথা বলতে হয়েছে। এ বিষয়ে তিনি কারা কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালে দুই দিন পরে আফিয়ার টেলিফোন পরিবর্তন করা হয়।
ড. আফিয়ার অ্যাটর্নি বলেন, যখন আফিয়ার বড় বোন ড. ফৌজিয়া গত রোববার তার সাথে দেখা করতে যান তখন আফিয়া কাঁদছিলেন। এসময় কারাকর্তৃপক্ষ আফিয়াকে জোরপূর্বক সেখান থেকে নিয়ে যান। পরে অপর কক্ষে অপেক্ষা করা ড. ফৌজিয়া আধা ঘণ্টার বেশি সময় বসে থেকেও আফিয়ার সাথে আর দেখা করতে পারেননি।
মামলার বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি ড. আফিয়ার মুক্তির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেছেন, এখন আমি নিউ ইয়র্কে আছি। হোয়াইট হাউজের কর্মকর্তাদের সাথে এ মামলার বিষয়ে কথা বলার কথা জানিয়েছেন তিনি। তবে কাদের সাথে কথা বলবেন সে বিষয়ে তিনি কোনো তথ্য দেননি। কিন্তু তিনি বলেছেন, মামলার অনেক অগ্রগতি হয়েছে এবং এটি সঠিক পথেই এগোচ্ছে।


আরো সংবাদ



premium cement