১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দ: আফ্রিকায় সংখ্যাগরিষ্ঠতা হারাল নেলসন ম্যান্ডেলার দল

-

দক্ষিণ আফ্রিকার সংসদের ঐতিহাসিক নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে নেলসন ম্যান্ডেলার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)। ৩০ বছর আগে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের পতন ঘটায় দলটি। এর পর দেশটিতে যতবার সংসদ নির্বাচন হয়েছে ততবারই তারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।
তবে বেকারত্ব, দারিদ্র্যতা, অবকাঠামোর অবনতিসহ নানা কারণে এএনসির প্রতি সাধারণ মানুষের সমর্থন কমে গেছে। যার ফলাফল পাওয়া গেছে এবারের নির্বাচনে।
গতকাল শনিবার ৯৯ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। এতে দেখা গেছে এএনসি ৪০ শতাংশের কিছু ভোট পেয়েছে, যা সংখ্যাগরিষ্ঠতা পাওয়া থেকে অনেক কম। নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করবে দেশটির স্বাধীন নির্বাচন কমিশন। তবে এএনসির ৫০ শতাংশ বা তার বেশি ভোট পাওয়ার সম্ভাবনা নেই।
ম্যান্ডেলার দল সংখ্যাগরিষ্ঠতা হারালেও তাদের নেতৃত্বেই দেশটিতে সরকার গঠিত হবে। তবে সরকার গঠন করতে হলে অন্য দলের সঙ্গে তাদের জোট গড়তে হবে। এ ছাড়া সিরিল রামাফোসাই দ্বিতীয় ও শেষবারের মতো প্রেসিডেন্ট হবে বলে ধারণা করা হচ্ছে। নির্বাচন শেষে সংসদ সদস্যরা দেশটির প্রেসিডেন্ট নির্বাচন করেন। দক্ষিণ আফ্রিকার প্রধান বিরোধীদলীয় নেতা জন স্টেনহুইসেন বলেছেন, ‘দেশকে বাঁচাতে এএনসির সংখ্যাগরিষ্ঠতা ভাঙার প্রয়োজন ছিল। আমরা এটি করেছি।’
জন স্টেনহুইসেনের দল ড্যামোক্র্যাটিক অ্যালায়েন্স পার্টি ২১ শতাংশ ভোট পেয়েছে। অপর দিকে জ্যাকব জুমার গঠিত নতুন দল এমকে পার্টি পেয়েছে ১৪ শতাংশ ভোট। এক সময় এএনসিকে নেতৃত্ব দিয়েছিলেন জুমা। কিন্তু পরবর্তীতে তিনি নিজের দল গঠন করেন।


আরো সংবাদ



premium cement