১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

তিউনিসিয়ায় অভিবাসীবিরোধী বিক্ষোভ

-

তিউনিসিয়ার জেবেনিয়ানা শহরে অভিবাসীবিরোধী বিক্ষোভে রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার মানুষ। আফ্রিকা ও এশিয়ার দেশগুলো থেকে যাওয়া অভিবাসীদের উপস্থিতির বিরোধিতা করে বিক্ষোভ করেন স্থানীয়রা। সীমান্তে নজরদারি বাড়ানোর ফলে তিউনিসিয়াতে আটকেপড়া অভিবাসীর সংখ্যা দিন দিন বাড়ছে। সাব-সাহারা ও এশিয়ার বিভিন্ন দেশের অভিবাসীরা ইউরোপের উদ্দেশে যাত্রার আগে তিউনিশিয়াকে ট্রানজিট দেশ হিসেবে ব্যবহার করে থাকে।
কিন্তু তিউনিসিয়া সীমান্তরক্ষীদের কড়া নজরদারির কারণে তাদের পক্ষে ইউরোপ অভিমুখে যাত্রা করা সম্প্রতি কঠিন হয়ে পড়েছে। ফলে দেশটিতে বাড়ছে আটকে পড়া অভিবাসীর সংখ্যা। অভিবাসীদের এভাবে দেশটিতে অবস্থানের বিরুদ্ধে কথা বলেন বিক্ষোভকারীরা, ক্ষোভ উগড়ে দেন সরকারের বিরুদ্ধেও। তারা সরকারকে দেশটির কৃষকদের সহযোগিতা করার আহ্বান জানান। তাদের দাবি, কৃষকদের জলপাই বাগানে তাঁবু টানিয়ে অবস্থান করছে এই অভিবাসীরা, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিকাজ।
বিক্ষোভে অংশ নেয়া এল আমরা শহরের বাসিন্দা ৬৩ বছরের মোয়ামেন সালেমি বলেন, ‘আপনি (সরকার) তাদের (অভিবাসীদেরকে) এখানে এনেছেন এবং আপনার দায়িত্ব হলো তাদের নিজ দেশে ফেরত পাঠানো।’ তিনি আরো বলেন, ‘এল আমরা শহরে চিনি, ময়দা, রুটিসহ নানা ধরেনের খাবারের সঙ্কট রয়েছে।’


আরো সংবাদ



premium cement