১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কঙ্গোতে সামরিক অভ্যুত্থানের চেষ্টা

-

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে সামরিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করেছে সশস্ত্রবাহিনীর একটি অংশ। তবে এই প্রচেষ্টা ব্যর্থ করে দেয়া হয়েছে বলে দাবি করেছেন সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সাইলভেইন একেঞ্জে। রোববার সকালে দেশটির প্রভাবশালী রাজনীতিবিদ ভিটাল কামেরহের বাড়িতে হামলা চালায় ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত সেনাদের একটি দল। তবে ওই সময় মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা গার্ডরা তাদের রুখে দেয়।
এ ঘটনায় দুই পুলিশ সদস্য ও এক অভ্যুত্থান প্রচেষ্টাকারী নিহত হয়েছেন। এ ছাড়া এর সাথে জড়িত থাকা কয়েকজন কঙ্গোলিজ এবং বিদেশীদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে জানিয়ে সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, ‘কঙ্গোলিজ প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী শুরুতেই এই অভ্যুত্থান প্রচেষ্টা থামিয়ে দিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
কঙ্গোতে কয়েক দিন ধরে রাজনৈতিক অস্থিতিশীলতা চলছে। প্রেসিডেন্ট ফেলিক্স তাসিসকেডির ক্ষমতাসীন দলের সংসদীয় নেতা নির্বাচন নিয়ে ঝামেলা চলছে।


আরো সংবাদ



premium cement