১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
শি’র সাথে পুতিনের বৈঠক

বিশ্বে ন্যায্যতা সমুন্নত রাখতে একযোগে কাজ করতে ইচ্ছুক চীন-রাশিয়া

বেইজিংয়ে গ্রেট পিপলস হল ভাদিমির পুতিনকে স্বাগত জানাচ্ছেন শি জিনপিং : ইন্টারনেট -

রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিন দুই দিনের রাষ্ট্রীয় সফরে প্রতিবেশী দেশ চীনে গেছেন। পুতিন বৃহস্পতিবার ভোরে চীনের রাজধানী বেইজিংয়ের পৌঁছান। পরে বেইজিংয়ের গ্রেট পিপলস হল প্রেসিডেন্ট শি’র সাথে সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন তিনি। এ সময় শি দুই দেশের সম্পর্ক ‘পুনরুজ্জীবিত করতে’ প্রেসিডেন্ট পুতিনের সাথে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘চীন সবসময় রাশিয়ার ভালো অংশীদার হবে।’
চীনের প্রেসিডেন্ট শি বতর্মান বিশ্বে পুতিনের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক সমর্থক। রাশিয়া ও চীন উভয়েই যুক্তরাষ্ট্রের ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। সংক্ষিপ্ত বৈঠক চলাকালে শি পুতিনকে বলেন, ‘চীন-রাশিয়ার বর্তমান সম্পর্ক কষ্টার্জিত। দু’পক্ষেরই একে সযতেœ লালন ও আগলে রাখতে হবে। বিশ্বে ন্যায়বিচার ও ন্যায্যতা সমুন্নত রাখতে চীন রাশিয়ার সাথে একযোগে কাজ করতে ইচ্ছুক।’ পুতিন শি’কে বলেন, তাদের পারস্পরিক সহযোগিতা একটি চিত্তাকর্ষক ঘটনা।
রাশিয়ার বার্তা সংস্থা রিয়া নভোস্তি জানিয়েছে, জবাবে পুতিন বলেছেন, ‘চীন ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক সুবিধাবাদী এবং কারো বিরুদ্ধে পরিচালিত নয়, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ’।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেইনে আক্রমণ শুরু করার কয়েকদিন আগে পুতিন বেইজিং সফর করেছিলেন। তখন দুই দেশ তাদের মধ্যে ‘সীমাহীন’ অংশীদারিত্বের কথা ঘোষণা করেছিল।
ফের ছয় বছরের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর পুতিন প্রথম বিদেশ সফরে চীনে গেলেন। এর মাধ্যমে শি’র সাথে তার বন্ধুত্ব ও মিত্র দেশ হিসেবে চীনের গুরুত্বের বিষয়ে বিশ্বকে একটি বার্তা দিলেন তিনি। বৃহস্পতিবার দুই নেতা চা চক্র ও নৈশভোজে মিলিত হন। এ সময় তাদের মধ্যে অনানুষ্ঠানিক কথাবার্তা হবে বলে ধারণা করা হচ্ছে।
ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ জানিয়েছেন, দুই নেতা ও দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলাপে ইউক্রেন, এশিয়া, জ্বালানি ও বাণিজ্য প্রাধান্য পাবে। রাশিয়ার নতুন নিয়োগকৃত প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রি বেলুসোভ, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, নিরাপত্তা কাউন্সিলের সচিব সের্গেই শোইগু এবং উশাকভ চীন সফরে পুতিনের সাথে আছেন।


আরো সংবাদ



premium cement
মহিষ চুরির সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা গদখালীতে শত কোটি টাকার ফুল বিক্রির আশা চাষিদের ‘এখন আমি কোথায় গিয়ে দাঁড়াবো?’ প্রশ্ন শহিদ সোহাগের স্ত্রীর ‘বুদ্ধিজীবী হত্যার রহস্য উদঘাটনে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে হবে’ ট্রাম্পের শপথের আগে কিয়েভে হামলা জোরদার মস্কোর মেহেরপুরে ২টি বোমাসাদৃশ্য বস্তু উদ্ধার শায়েস্তাগঞ্জে কনকনে ঠান্ডায় জবুথবু অবস্থা, শীতবস্ত্রের বিক্রি বেড়েছে ১ কেজি চিনির উৎপাদন ব্যয় ৫৪২ টাকা দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে : রিজভী নতুন সুযোগে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই : মির্জা ফখরুল ‘জাতিকে মেধাশূন্য করতেই ১৪ ডিসেম্বরের বুদ্ধিজীবী হত্যাকাণ্ড’

সকল