গাজায় ‘পারমাণবিক বোমা’ ফেলার আহ্বান মার্কিন সিনেটরের
- রয়টার্স
- ১৪ মে ২০২৪, ০০:০৫
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ করতে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে দু’টি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। গাজায় এই ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর আহ্বান জানিয়ে ইসরাইলকে ‘যা কিছু’ করার কথা বলেছেন ইসরাইলের কট্টর সমর্থক মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। রোববার মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান তিনি।
সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, ‘জার্মানি ও জাপানের সাথে লড়াই করে পার্ল হারবারের পর জাতি হিসেবে আমরা যখন ধ্বংসের মুখোমুখি হয়েছিলাম, তখন আমরা হিরোশিমা ও নাগাসাকিতে বোমা ফেলে যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেটি সঠিক সিদ্ধান্ত ছিল। তাই ইসরাইল যেন যুদ্ধ শেষ করতে পারে সে জন্য তাদেরকে প্রয়োজনীয় বোমা (পারমাণবিক) দেয়া উচিত। তারা হারতে পারে না।’
গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফায় ইসরাইলি সামরিক অভিযানের বিরোধিতা করে অস্ত্র সরবরাহ রুখে দেয়ার বাইডেন প্রশাসনের তীব্র সমালোচনা করেন ইসরাইলের কট্টর সমর্থক লিন্ডসে গ্রাহাম। এ সময় এনবিসির উপস্থাপক ক্রিস্টেন ওয়াকার গ্রাহামের কাছে জানতে চান, ১৯৮০-এর দশকে লেবাননে যুদ্ধের সময় ইসরাইলে অস্ত্র সরবরাহ থেকে বিরত ছিল রোনাল্ড রিগ্যানের প্রশাসন। সে বিষয়টি ঠিক বলে মানলেও বাইডেন প্রশাসনের সিদ্ধান্ত কেন ঠিক মনে করছেন না?
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা