নাগরিকত্ব আইন কার্যকর কেউ ঠেকাতে পারবে না : মোদি
- এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস
- ১৪ মে ২০২৪, ০০:০৫
ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ ধাপের ভোট হয়েছে গতকাল সোমবার। ভোটের আগের দিন রোববার পশ্চিমবঙ্গে চারটি জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই দিন এক জনসভায় মোদির সমালোচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোববার সকালে বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে প্রচারণা চালাতে উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী মোদি।
সভায় গতবারের চেয়ে এবার রাজ্যটিতে ভালো ফল করার আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের (টিএমসি) সমালোচনা করেন মোদি। তিনি বলেন, ‘বাংলার এই মাটি, বারাকপুরের এই মাটি, ইতিহাস গড়া মাটি; স্বাধীনতায় গুরুত্বপূর্ণ অবদান রাখা মাটি। কিন্তু টিএমসি এর কী দশা করেছে? আজ টিএমসি এই এলাকাকে দুর্নীতির ঘাঁটি বানিয়ে ফেলেছে।
একসময় বাংলায় একের পর এক বিজ্ঞানী তৈরি হতো। আজ তৃণমূলের শাসনামলে জায়গায় জায়গায় বোমা বানানোর কারখানা হচ্ছে। একসময় অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আন্দোলন হতো বাংলায়। কিন্তু তৃণমূল কংগ্রেসের কারণে আজ অনুপ্রবেশকারীরা ফুলেফেঁপে উঠেছে।
সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রসঙ্গ টেনে কর্নাটকের উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কর্নাটকে ওবিসিদের কোটা মুসলিমদের দিয়ে দিয়েছে কংগ্রেস। বাংলায় আপনাদের সতর্ক থাকতে হবে। ভোট ব্যাংকের এই রাজনীতি সিএএর মতো আইনকে খলনায়ক বানিয়ে দিয়েছে। সিএএ ভুক্তভোগীদের নাগরিকত্ব দেয়ার আইন, এটি কারো নাগরিকত্ব কেড়ে নেবে না।’ এ সময় পশ্চিমবঙ্গের মানুষকে পাঁচটি প্রতিশ্রুতি দেন মোদি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা