আফগানিস্তানে বন্যায় মৃত্যু ৩০০ ছাড়াল
- দ্য ডন
- ১৩ মে ২০২৪, ০০:০০
আফগানিস্তানের বেশ কয়েকটি প্রদেশে আকস্মিক বন্যায় তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জাতিসঙ্ঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে। বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার পর কর্তৃপক্ষ দুর্যোগপূর্ণ অঞ্চলগুলোতে জরুরি অবস্থা জারি করেছে এবং আহতদের উদ্ধারে অভিযান শুরু করেছে। শুক্রবার দেশটির উত্তরাঞ্চলে ভারী বৃষ্টির পর গর্জন করে ধেয়ে আসা পানির বিপুল ধারা ও কাদা বেশ কয়েকটি প্রদেশের বহু গ্রাম ও কৃষিক্ষেত ভাসিয়ে নেয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার কারণে কিছু এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সরকারি ও বেসরকারি সংস্থাগুলো উদ্ধারকর্মীদের মোতায়েন করার পাশাপাশি ত্রাণ বিতরণ শুরু করেছে। ডব্লিউএফপির তথ্যানুযায়ী, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি বাঘলান প্রদেশের উত্তরাঞ্চল, শুধু এখানেই তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে আর কয়েক হাজার বাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতিসঙ্ঘের সংস্থাটির আফগানিস্তানে কর্মরত কর্মকর্তা রানা দিরাজ জানিয়েছেন, বাগলান প্রদেশে ৩১১ জনের মৃত্যু হয়েছে, ২০১১ বাড়ি ধ্বংস হয়েছে এবং দুই হাজার ৮০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা