পুতিনের সাথে আলোচনায় বসতে ইউক্রেনের প্রতি ইতালির আহ্বান
- রয়টার্স
- ০৭ মে ২০২৪, ০০:০৫
ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রসেত্তো বলেছেন, ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে। বিষয়টি তাই কূটনৈতিকভাবে সমাধান করতে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে আলোচনা আরো কঠোর করার আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল সোমবার ইতালির সংবাদমাধ্যম দ্যা মেসেঞ্জারকে দেয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনসহ পশ্চিমা নেতাদের প্রতি এ আহ্বান জানান গুইডো ক্রসেত্তো।
গুইডো ক্রসেত্তো বলেছেন, পশ্চিমারা ভুলভাবে বিশ্বাস করেছিল যে তাদের নিষেধাজ্ঞা রাশিয়ার আগ্রাসন বন্ধ করতে পারে। কিন্তু তারা বিশ্বে পশ্চিমা অর্থনৈতিক প্রভাবকে অতি মূল্যায়ন করেছে। ক্রসেটো আরো বলেছেন, এর পরিবর্তে এই সঙ্কট সমাধানের একমাত্র উপায় হলো সবাইকে সম্পৃক্ত করা। প্রথমে একটি যুদ্ধবিরতি এবং তারপরে শান্তি। কিন্তু সাক্ষাৎকার গ্রহণকারী বলেছেন, আলোচনায় আগ্রহী নন পুতিন।
এর উত্তরে প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এই জন্যই তো আমাদের আরো বেশি চেষ্টা চালিয়ে যেতে হবে। আমাদের অবশ্যই কূটনীতির সম্ভাব্য পথ ছেড়ে দেয়া উচিত হবে না; সেটা যত শক্তই হোক না কেন। অবশ্য ইউক্রেনে অস্ত্র পাঠানো চালিয়ে যাওয়ার ইতালির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ক্রসেটো। তিনি বলেছেন, সময় এসেছে যুদ্ধবিরতি এবং শান্তি অর্জনের।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা