সলোমন দ্বীপপুঞ্জে চীনপন্থী প্রধানমন্ত্রী
- বিবিসি
- ০৩ মে ২০২৪, ০০:০৫
পশ্চিম প্রশান্ত মহাসাগরে কমনওয়েলথভুক্ত দ্বীপরাষ্ট্র সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন জেরেমিয়া মানেল্রে। গতকাল বৃহস্পতিবার দেশটির এমপিদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন চীনপন্থী এই নেতা।
সাত লাখ বাসিন্দার কয়েকশত বিচ্ছিন্ন দ্বীপের দেশ সলোমন দ্বীপপুঞ্জে গত ১৭ এপ্রিল সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে বিদায়ী প্রধানমন্ত্রী মানাশেহ সোগাভারের দল জিতলেও ভোটে কাক্সিক্ষত ফলাফল আসেনি। তাই প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে না যাওয়ার পথ বেছে নেন পশ্চিমা সমালোচক খ্যাত প্রধানমন্ত্রী মানাশেহ।
বিদায়ী প্রধানমন্ত্রী মানাশেহ পরে নতুন জোট গঠন করেন এবং মানেলেকে দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সমর্থন দেন। আজ বৃহস্পতিবার রাজধানী হোনিয়ারায় পার্লামেন্টে এমপিদের ভোটাভুটি হয়। ভোটে চীনপন্থী হিসেবে পরিচিত জেরেমিয়া মানেলে প্রতিপক্ষ ম্যাথিউ ওয়েলেকে ৩১-১৮ ভোটে হারিয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা