১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দক্ষিণ চীনে বন্যা সরিয়ে নেয়া হয়েছে এক লাখ মানুষকে

-

চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংডংয়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় দেখা দিয়েছে বন্যা। সেখান থেকে সরিয়ে নেয়া হয়েছে এক লাখেরও বেশি মানুষকে। মঙ্গলবার ঝড় থামার কোনো লক্ষণ দেখা না যাওয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। জলবায়ু পরিবর্তনের কারণে সম্প্রতি চীনে চরম আবহাওয়া বিরাজ করছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সেখানে দেখা দিয়েছে বন্যা। ভয়াবহ এই বন্যায় এখন পর্যন্ত চারজন নিহত হয়েছে। আরো ১০ জন নিখোঁজ রয়েছে।
মুষলধারে বৃষ্টির ফলে গুয়াংডংর নদীগুলোতে পানির স্তর বেড়েছে। ফলে সেখানে শতাব্দীতে প্রায় একবার দেখা যায়- এমন বন্যার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো। বন্যায় ভেসে গেছে শহরগুলো। প্লাবিত হয়েছে ফসলি জমি। ধসে পড়েছে সেতু। সরিয়ে নেয়া হয়েছে এক লাখ ১০ হাজার মানুষকে। এদের অন্তত ২৫ হাজার জনকে জরুরি আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে।
প্রাদেশিক রাজধানী গুয়াংঝুতে এই এপ্রিলে ৬০৯ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে কর্তৃপক্ষ যা ১৯৫৯ সালে রেকর্ড করা শুরুর পর থেকে সর্বোচ্চ।


আরো সংবাদ



premium cement