ইসরাইলি ড্রোন ভূপাতিত করল হিজবুল্লাহ
- ইরনা
- ২৩ এপ্রিল ২০২৪, ০০:০৫
লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা জানিয়েছে, তারা একটি অত্যাধুনিক ইসরাইলি ড্রোন ভূপাতিত করেছে। ড্রোনটিকে ভূপাতিত করার একটি ভিডিও প্রকাশ করেছে গোষ্ঠীটি। হিজবুল্লাহ বলেছে, লেবাননের আকাশসীমা লঙ্ঘন করায় ওই ড্রোনটিকে ভূপাতিত করা হয়েছে। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননের আল আইশিয়া এলাকায় হেরমেস ৪৫০ মডেলের ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করা হয়।
হিজবুল্লাহ বলেছে, ফিলিস্তিনি জনগণের পাশে থাকার প্রতিশ্রুতির অংশ হিসেবেই ইসরাইলি ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ওই ড্রোনটিকে একটি সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভূপাতিত করা হয়েছে। হেরমেস ৪৫০ ড্রোনটি ইসরাইলি কোম্পানি এলবিতের তৈরি করা। এটি টানা ২০ ঘণ্টা উড়ে গোয়েন্দাগিরি করতে পারে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা