১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
তাইওয়ান-সংলগ্ন প্রদেশে চীনা ছাত্রদের উপস্থিতি

তদন্ত করবে ফিলিপাইন সাউথ চায়না মর্নিং পোস্ট

-

ফিলিপাইন তাদের ক্যাগান প্রদেশে চীনা ছাত্রদের ব্যাপক উপস্থিতি নিয়ে তদন্ত করার কথা ঘোষণা করেছে। এই প্রদেশটি তাইওয়ান-সংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থিত। ক্যাগানে চীনা নাগকিদের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে নিরাপত্তাগত উদ্বেগ প্রকাশ করেছে ফিলিপাইনের সামরিক বাহিনী। এই প্রদেশে দু'টি সামরিক ঘাঁটি রয়েছে, যেগুলো দ্বিপক্ষীয় চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ব্যবহার করে। দুই দেশের মধ্যকার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় প্যাসিফিক এলাকায় কোনো দেশ আক্রান্ত হলে তারা সম্মিলিতভাবে তা মোকাবেলা করার কথা।
অবশ্য এক নিরাপত্তা বিশেষজ্ঞ এ ধরনের উদ্বেগ বাতিল করে দিয়ে বলেছেন, চীনা নাগরিকদের বৃদ্ধির কারণ রাজনীতিবিদদের দুর্নীতি। এখানে নিরাপত্তাগত কোনো উদ্বেগ নেই। চীনের সামরিক বাহিনীর বিরুদ্ধে ফিলিপাইন ও তাইওয়ান উভয়ে সোচ্চার হওয়ার প্রেক্ষাপটে চীনা ছাত্রদের উপস্থিতি নিয়ে এই অভিযোগ আনা হলো।

 


আরো সংবাদ



premium cement