ইরানকে সামাল দেয়ার সক্ষমতা ইসরাইলের রয়েছে : সেনাপ্রধান
- বিবিসি
- ০৯ এপ্রিল ২০২৪, ০০:০৫
ইসরাইলের সেনাবাহিনী বলেছে, ইরানের যেকোনো হুমকি মোকাবেলার জন্য তারা প্রস্তুত। সিরিয়ার দামেস্কে ইরানের কনস্যুলেটে গত সোমবারের হামলাকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে এমন কথা বলেছে তারা। ইরানের কনস্যুলেটে হামলার ঘটনায় ইসরাইলকে ব্যাপকভাবে দায়ী বলে মনে করা হচ্ছে। ওই হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের সাত কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার ইরানের এক কর্মকর্তা বলেন, ইসরাইলের দূতাবাসগুলো এখন আর নিরাপদ নয়। কারণ, ইরান জবাব দেয়ার প্রস্তুতি নিচ্ছে।
হামলার আশঙ্কায় ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীকে অত্যন্ত সতর্ক অবস্থায় রাখা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সামনের দিনগুলোয় ইরান প্রতিশোধমূলক হামলা চালাতে পারে। এমন পরিপ্রেক্ষিতে টেলিভিশনে দেয়া এক বক্তব্যে ইসরাইলি সেনাপ্রধান হেরজি হালেভি বলেন, ‘ইরানকে সামাল দেয়ার সক্ষমতা ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর আছে। কাছে কিংবা দূরে যে জায়গাতেই ইরান হামলা চালাক না কেন, আমরা শক্তভাবে ব্যবস্থা নিতে পারব।’ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খামেনির সিনিয়র উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভি বলেন, সোমবারের হামলার জবাব দেয়ার ‘আইনি ও বৈধ অধিকার’ ইসরাইলের আছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা