১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১, ৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ইরানের সাথে অস্ত্রবাণিজ্য করলেই শাস্তি!

-

আগামী মাসে শেষ হচ্ছে ইরানের ওপর জাতিসঙ্ঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ। এই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলেও ইরানের সাথে যারা অস্ত্রবাণিজ্য করবে তাদের শাস্তি দেয়ার জন্য একটি নির্বাহী আদেশ জারির পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নির্বাহী আদেশের সাথে সম্পর্কিত চারটি সূত্র রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট সূত্র বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই ট্রাম্প এই নির্বাহী আদেশ জারি করবেন। যে সব দেশ অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইরানের সাথে অস্ত্রবাণিজ্য করবে তাদেরকে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ না করতে দেয়ার পরিকল্পনা করছেন ট্রাম্প। এ নিয়ে হোয়াইট হাউজের কাছে রয়টার্স জানতে চাইলেও তাদের পক্ষ থেকে তাৎক্ষনিক কোনো মন্তব্য করা হয়নি।


আরো সংবাদ



premium cement

সকল