২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ শাবান ১৪৪৬
`

প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে ইন্দোনেশিয়ায় রাশিয়ার শীর্ষ কর্মকর্তা

-

রাশিয়ার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা সের্গেই শোইগু গতকাল মঙ্গলবার ইন্দোনেশিয়ায় দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো ও তার প্রতিরক্ষামন্ত্রীর সাথে আলোচনা করেছেন। মস্কো ও জাকার্তার প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের চেষ্টার মধ্যে তাদের বৈঠক হলো।
দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ ইন্দোনেশিয়া নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণ করে, ইউক্রেন সংকট বা যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় কোনো পক্ষ নেয়নি তারা। অন্য দিকে রাশিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও বর্তমানে রুশ নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি শোইগু ২০২২ সালে ইউক্রেনে রুশ সেনা পাঠানোর সিদ্ধান্তে প্রভাবশালী হিসেবে বিবেচিত এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র।
ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এদিন বলা হয়েছে, শোইগু মঙ্গলবার সকালে রাজধানী জাকার্তায় প্রতিরক্ষামন্ত্রী সাফরি স্যামসোয়েদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর বিকেলে প্রেসিডেনশিয়াল প্যালেসে প্রেসিডেন্ট প্রাবোও তাকে স্বাগত জানান বলে প্যালেসের বিবৃতিতে জানানো হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘এই সফর ইন্দোনেশিয়া ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে নিরাপত্তা ও প্রতিরক্ষার ক্ষেত্রে জোরদারের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তারা দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বিভিন্ন কৌশলগত বিষয়ে আলোচনা করেছেন।

 


আরো সংবাদ



premium cement