সিরিয়ার নতুন প্রেসিডেন্টকে আরব লিগের শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ
- এএফপি
- ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
সিরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট আহমদ আল-শারা আগামী ৪ মার্চ কায়রোতে অনুষ্ঠিতব্য আরব লিগের জরুরি শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য মিশরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসির কাছ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন। রোববার সিরিয়ার প্রেসিডেন্সি অফিস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। গত ডিসেম্বরে স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনের পর আহমদ আল-শারা গত মাসে অন্তর্র্বতীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এই আমন্ত্রণকে আরব বিশ্বের সাথে সিরিয়ার সম্পর্ক পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রেসিডেন্ট শারা আরব দেশগুলোর সাথে সম্পর্ক জোরদারের উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন এবং চূড়ান্ত পর্যায়ে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন। এই প্রক্রিয়া সম্পন্ন হতে চার বছর পর্যন্ত সময় লাগতে পারে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন।
মিসর সরকার সিরিয়ার নতুন প্রশাসনের ব্যাপারে সতর্কতার সাথে এগোচ্ছে। মিসরীয় কর্মকর্তাদের মতে, সিরিয়ার নতুন প্রশাসনকে বাহ্যিক হস্তক্ষেপমুক্ত একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবর্তনের পথ বেছে নিতে হবে। প্রেসিডেন্ট সিসি শারাকে দায়িত্ব নেয়ার পর অভিনন্দন জানালেও এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো সরাসরি সাক্ষাৎ হয়নি। আরব লিগ সম্মেলনে প্রথমবারের মতো তাদের মধ্যে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। এই সম্মেলনে গাজা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে আরব দেশগুলোর প্রচেষ্টা নিয়েও আলোচনা হবে। ট্রাম্প যুদ্ধবিধ্বস্ত গাজাকে একটি আন্তর্জাতিক রিসোর্টে রূপান্তর এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মিসর ও জর্দানে পুনর্বাসনের প্রস্তাব দিয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা