এফবিআইয়ের নতুন প্রধান ক্যাশ প্যাটেল
- রয়টার্স
- ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের প্রধান পদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পছন্দের প্রার্থী ক্যাশ প্যাটেলের নিয়োগে সায় দিয়েছে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ। বৃহস্পতিবার সিনেটে ৫১-৪৯ ভোটে ক্যাশের নিয়োগ অনুমোদিত হয়।
সিনেটের সবুজ সঙ্কেত পাওয়ায় এফবিআই প্রথম কোনো ভারতীয় বংশোদ্ভূতকে তার পরিচালক পদে পেল। প্যাটেল দীর্ঘদিন ধরেই মার্কিন এ কেন্দ্রীয় তদন্ত সংস্থার কঠোর সমালোচনা করে আসছিলেন। সংস্থাটি ঢেলে সাজাতে প্রতিশ্রুতিও আছে তার। নিয়োগ নিশ্চিত হওয়ার পর ফের তিনি সংস্থাটি পুনর্গঠনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
৪৪ বছর বয়সী সাবেক এই মার্কিন জাতীয় নিরাপত্তা কর্মকর্তার এফবিআইতে নিয়োগ অনুমোদন নিয়ে ভোটে ডেমোক্র্যাট সব সিনেটর তার বিপক্ষে অবস্থান নেন। তাদের সাথে জোটেন মধ্যপন্থী দুই রিপাবলিকানও। যদিও বাকি রিপাবলিকানদের ভোটে উতরে যান প্যাটেল।
ডেমোক্র্যাটদের আশঙ্কা, ভারতীয় বংশোদ্ভূত নতুন এই এফবিআইপ্রধান ট্রাম্পবিরোধীদের ওপর খড়গহস্ত হতে পারেন। প্যাটেল দীর্ঘদিন ধরেই মার্কিন ‘ডিপ স্টেটের’ কঠোর সমালোচক। যদিও সেনেটের শুনানিতে তিনি বলেছেন, তার কাছে ‘ডিপ স্টেটের’ শত্রুদের কোনো তালিকা নেই। প্যাটেল হোয়াইট হাউজে ট্রাম্পের প্রথম মেয়াদে প্রতিরক্ষামন্ত্রী ও জাতীয় গোয়েন্দা পরিচালকের উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। তিনি ফেডারেল পাবলিক ডিফেন্ডার ও ফেডারেল কৌঁসুলিও ছিলেন।