দিল্লির বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ
- আনন্দবাজার ও এনডিটিভি
- ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
গতকাল ভারতের দিল্লিতে বিধানসভার নির্বাচনে ভোটগ্রহণ করা হয়েছে। এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ৭০ আসনবিশিষ্ট এ ভোট এক দিনেই হয়। এবারের নির্বাচনে প্রতিটি আসনে মুখোমুখি লড়ছে আম আদমি পার্টি (আপ), ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ এবং কংগ্রেস।
একই জোটের শরিক হওয়া সত্ত্বেও এ ভোটে কেজরিওয়ালের দলের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে কংগ্রেস।
১৩ হাজার ৭৬৬টি কেন্দ্রে ভোটার ১ কোটি ৫৬ লাখ। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থা সমুন্নত রাখতে দিল্লিজুড়ে মোতায়েন করা হয় ৩৫ হাজার ৬২৬ জন পুলিশ, ১৯ হাজার প্রহরী এবং ২২০টি আধাসামরিক বাহিনীর সদস্য। আগামী ৮ ফেব্রুয়ারি ভোট গণনা শেষে ফল জানা যাবে। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী আগে ৪৮ ঘণ্টা সব রকমের প্রচার নিষিদ্ধ ছিল।
কংগ্রেসও এক যুগের বেশি সময় ধরে রাজ্যে ক্ষমতায় নেই। অন্য দিকে বিজেপি শেষ ছয় মেয়াদে একবারও জিততে পারেনি দিল্লির বিধানসভায়। তারাও এবারের নির্বাচনে জিততে মরিয়া চেষ্টায় আছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা