সিরিয়ায় নির্বাচন হবে চার-পাঁচ বছর পর : শারা
- এএফপি
- ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
প্রথমবারের মতো জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমদ আল শারা। সোমবার এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, নির্বাচনের জন্য আরো ৪ থেকে ৫ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে সিরিয়াবাসীকে।
দেশটির টেলিভিশন চ্যানেল সিরিয়া টিভিকে দেয়া সেই সাক্ষাৎকারে এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে শারা বলেন, ‘আমার অনুমান, নির্বাচনের জন্য আরো চার কিংবা পাঁচ বছর অপেক্ষা করতে হবে আমাদের। কারণ এ জন্য একটি বড় অবকাঠামো প্রয়োজন এবং সেই অবকাঠামো নির্মাণ কিংবা পুনর্নির্মাণ করতে সময়ের প্রয়োজন।’
‘যেমন প্রথম কাজ হলো জনশুমারি ও ভোটারতালিকা হালনাগাদ করা। বিশ্বের কোনো দেশে জনশুমারি ও ভোটারতালিকা হালনাগাদ করা ছাড়া নির্বাচন অসম্ভব।” আহমদ আল শারা বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে সিরিয়া আন্তর্জাতিক আইন-কানুন জারি করা হবে এবং সেসবের ভিত্তিতেই হবে জাতীয় নির্বাচন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা