২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`

পরিবার ও মিত্রদের জন্য আগাম ক্ষমা ঘোষণা করে গেছেন বাইডেন

-

দায়িত্ব ছাড়ার কয়েক ঘণ্টা আগে রেকর্ড সংখ্যক ব্যক্তিকে প্রেসিডেন্টের ক্ষমতাবলে আগাম ক্ষমা ঘোষণা করে গেছেন সদ্যবিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাকে অপদস্থ করার জন্য তার প্রিয়জনরা রাজনৈতিক আক্রোশের শিকার হতে পারেন, এমন আশঙ্কা থেকেই সোমবার এই পদক্ষেপ নিয়েছেন বাইডেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, আগাম ক্ষমা ঘোষণার কারণে কেউ যেন মনে না করেন, উল্লিখিত ব্যক্তিবর্গ কোনো অপরাধে যুক্ত থাকার দায় পরোক্ষভাবে স্বীকার করে নিলেন।
আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য আমার পরিবার জঘন্য রাজনৈতিক আক্রমণের শিকার হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে, সেই অধ্যায় অতিবাহিত হয়ে গেছে, এমনটা মনে করার কোনো লক্ষণ আমি এখনো দেখছি না। বিদায়ী ডেমোক্র্যাট নেতা তার মেয়াদের শেষদিকে প্রেসিডেন্সিয়াল ক্ষমতাবলে একের পর এক নজিরবিহীন পদক্ষেপ নিয়ে গেছেন। সেই ধারাবাহিকতায় শেষ ঘটনা ছিল রেকর্ডসংখ্যক ব্যক্তির জন্য রক্ষাকবচ হিসেবে আগাম ক্ষমা ঘোষণা।
ক্ষমাপ্রাপ্তদের তালিকায় রয়েছেন, বাইডেনের ভাই জেমস ও তার স্ত্রী সারা; তার বোন ভ্যালেরি ও তার স্বামী জন ওয়েন্স; এবং তার আরেক ভাই ফ্রান্সিস। এ ছাড়া রয়েছেন ক্যাপিটল হিল দাঙ্গার তদন্তকাজে যুক্ত প্রতিনিধি পরিষদের সদস্য ড. অ্যান্থনি ফাউচি ও অবসরপ্রাপ্ত জেনারেল মার্ক মিল্লে। ক্ষমার আওতায় থাকা ব্যক্তিদের কেউ কোনো অপরাধে অভিযুক্ত না হলেও ট্রাম্পের ভবিষ্যৎ রোষের শঙ্কায় এই পদক্ষেপ নেয়া হয়।
নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প একাধিকবার বলেছেন, বিচার বিভাগের সহায়তায় তার রাজনৈতিক শত্রুদের শায়েস্তা করতে পিছপা হবে না তিনি। দুপুরের কিছু আগে ক্ষমার ঘোষণা করা হয়। ততক্ষণে ট্রাম্পের অভিষেকে যোগ দিতে ক্যাপিটল ভবনে পৌঁছে গেছেন বাইডেন।
সাংবাদিকদের সাথে আলাপকালে, ভবিষ্যৎ প্রেসিডেন্টদের জন্য বাইডেন ‘অবিশ্বাস্য নজির’ রেখে যাচ্ছেন বলে কটাক্ষ করে ট্রাম্প বলেছেন, এখন চাইলে আমিও এমন করতে পারি।
পরিবারের সদস্যদের ক্ষমা করার দিক দিয়ে বাইডেন প্রথম প্রেসিডেন্ট না হলেও, অপরাধে অভিযুক্ত হওয়ার আগেই প্রেসিডেন্টের ক্ষমা ঘোষণার ঘটনা বিরল। দায়িত্বে থাকাকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ক্ষমতা ব্যবহার করে মাদক সেবনের দায়ে অভিযুক্ত তার ভাই রজার্সকে ক্ষমা করে দেন। এছাড়া নিজের প্রথম মেয়াদে, রাশিয়ার সাথে সম্পৃক্ততার তদন্তকাজে স্পেশাল কাউন্সেল রবার্ট মুলারের অভিযোগপত্রে নাম ছিল ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার তার বাবা চার্লস কুশনার।


আরো সংবাদ



premium cement
ঢাবিতে গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার ইউক্রেন চুক্তি না হলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ হতে পারে : ট্রাম্প জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সারজিস ডার্কওয়েব সিল্ক রোডের উদ্ভাবক রস উলব্রিক্টকে ক্ষমা ট্রাম্পের বাংলাদেশ বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি, নিরাপদে অবতরণ লন্ডন ক্লিনিকে ‘ওয়ান স্টপ সার্ভিসে’ চলবে খালেদা জিয়ার চিকিৎসা ট্রাম্পের শুল্কারোপের জবাব দেবে কানাডা ৫ ঘণ্টা পর দৌলতদিয়ায়-আরিচায় নৌযান চালাচল শুরু ইতিহাস গড়ল বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজে প্রথম জয় মঠবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু সিলেট মহানগর বিএনপি সভাপতি ও সম্পাদককে শোকজ

সকল